আন্তর্জাতিক ডেস্ক : নব্বই দশকে ইলন মাস্কের প্রেমের কাহিনী প্রকাশ্যে এনেছেন জেনিফার গোয়েন নামের এক তরুণী। ফাঁস করেছেন ইলনের লেখা প্রেমপত্র আর উপহারও। প্রাক্তন এই প্রেমিকার দাবি, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ার সময় দুজন দুজনের প্রেমে মজেছিলেন তারা।
১৯৯৪ সালের সেই প্রেমের সম্পর্কের দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেছে। তবুও সেই সুখস্মৃতিগুলো এখনও যত্নে আগলে রেখেছেন জেনিফার।
তবে ভবিষ্যতে সে সব জিনিস আর নিজের কাছে রাখতে চান না তিনি। তাই ইলনের দেয়া জন্মদিনের কার্ড, চিঠি ও কম বয়সের নানা কীর্তিকলাপের ছবি থেকে সোনার লকেট— সবই নিলামে তুললেন তিনি।
নিলামের প্রেমের সব স্মৃতির মধ্যে ইলনের প্রেমপত্রের নিলাম দামই সবচেয়ে বেশি উঠেছে। যার মূল্য ১২ হাজার ডলারেরও বেশি।
ধান ক্ষেতের পানি শুকিয়ে যেতে বেরিয়ে এলো বিশাল মাগুর মাছের ঝাক
প্রাক্তন প্রেমিকাকে একটি সোনার লকেট উপহারও দিয়েছিলেন তিনি। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ ডলার। সে সময়ের দুজনের তোলা প্রিয় মুহূর্তের একটি ছবির দাম ছাড়িয়েছে লাখ টাকারও বেশি।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।