Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সম্পদের হিসাবে সবার ওপরে ইলন মাস্ক
    আন্তর্জাতিক

    সম্পদের হিসাবে সবার ওপরে ইলন মাস্ক

    Saiful IslamJanuary 18, 20243 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অতিধনীদের সম্পদের পরিমাণ বাড়ছেই। সম্প্রতি অক্সফাম ইন্টারন্যাশনালের প্রকাশিত বার্ষিক বৈষম্য প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে ২০২০ সালের পর শীর্ষ পাঁচ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ এই সময়ে হওয়া মূল্যস্ফীতির হারের চেয়ে তাদের বিত্ত তিনগুণ দ্রুত বেড়েছে। ঠিক এই সময়ে শীর্ষ ধনীদের সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের আয় কমেছে।

    ইলন মাস্ক

    সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের আসর বসার আগে অক্সফাম ইন্টারন্যাশনাল এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২০ সালে এ ধনীদের সম্পদের পরিমাণ ছিল ৪০ হাজার ৫০০ কোটি ডলার। গত বছর তা ৮৬ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে, বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে, যাদের উচ্চ মূল্যস্ফীতি, যুদ্ধ-সংঘাত ও জলবায়ু সংকটের সঙ্গে লড়তে হচ্ছে। অক্সফাম ইন্টারন্যাশনাল আরও জানিয়েছে, বিশ্বব্যাপী ধনী-গরিবের সম্পদের ব্যাপক বৈষম্যের এই অবস্থায়, বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে দারিদ্র্যদূরীকরণে প্রায় ২৩০ বছর সময় লাগবে।

    বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং জনহিতৈষী কর্মকান্ডে শীর্ষ ধনকুকেবররা বড় ভূমিকা পালন করে। এই প্রতিবেদন তার জলজ্যান্ত প্রমাণ। দারিদ্রবিরোধী প্রতিষ্ঠান অক্সফাম ইন্টারন্যাশনালের অসমতাবিষয়ক প্রতিবেদনে ধনী-গরিবের সম্পদের এমন বৈষম্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম ১০টি কোম্পানির মধ্যে অন্তত সাতটি কোম্পানি পরিচালনা করছেন বা তার প্রধান শেয়ারহোল্ডার একজন শতকোটিপতি বা বিলিয়নিয়ার। অক্সফামের প্রতিবেদনে যে পাঁচজন শীর্ষ শতকোটিপতির কথা বলা হয়েছে, তাদের সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি সমন্বয়ের মাধ্যমে। এই শতকোটিপতিরা হলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, এলভিএমএইচের প্রধান বানার্ট আর্নল্ট, ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, অ্যামাজনের প্রধান জেফ বেজোস এবং বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে টেসলার প্রধান ইলন মাস্কের।

    ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনকুবের। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, মহাকাশ অনুসন্ধান সংস্থা স্পেসএক্স, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ (সাবেক টুইটার) বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। টেসলা, পেপ্যালসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে ইলন মাস্কের নাম। অর্থ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম পেপ্যালের এই সহ-প্রতিষ্ঠাতা সবচেয়ে দ্রুতগতির হাইপারলুপ নামক কল্পিত উচ্চগতিসম্পন্ন পরিবহন ব্যবস্থারও উদ্ভাবক। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ইলন মাস্কের সম্পদ কলম্বিয়া, ফিনল্যান্ড, পাকিস্তান, চিলি ও পর্তুগালের মতো দেশগুলোর জিডিপির চেয়ে বেশি। ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, মাস্ক সম্পদ আহরণের দিক দিয়ে নতুন সীমায় নিয়ে গেছেন নিজেকে। আমেরিকার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ২৩ শতাংশ শেয়ারের মালিক তিনি। শীর্ষ এই ধনকুবেরের সম্পদের প্রায় দুই-তৃতীয়াংশই টেসলার সাফল্যের সঙ্গে জড়িত। ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক ৪৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনেছিলেন।

    এর আগে ২০১০ সালে তিনি টেসলার শেয়ার জনসাধারণের জন্য উন্মুক্ত করেছিলেন। প্রতিষ্ঠানটি ২০২০ এবং ২০২১ সালের মধ্যে বাজার মূলধনে উল্লেখযোগ্য মুনাফা লাভ করে। ফলে ২০২১ সালের সেপ্টেম্বরে ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির শীর্ষ অবস্থানে চলে আসেন। একই বছরের নভেম্বরে তার ভাগ্য বদলে যায়। ইলন মাস্ক হয়ে ওঠেন বিশ্বের শীর্ষ ধনী। তখন তার সম্পদ ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে পৌঁছায়। যদিও ২০২২ সালটি ছিল মাস্কের সম্পদমূল্য কমার বছর। তবে ২০২৩ সাল তার জন্য আশীর্বাদই। কারণ এ বছর তার সম্পদমূল্য কয়েক শ কোটি ডলার পর্যন্ত বেড়ে যায়। এর পেছনে রয়েছে স্টক মার্কেটে শেয়ার। ২০২৩ টেসলার শেয়ারের দাম ১০৭ শতাংশ বেড়ে যায়। ফলে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্কের মোট সম্পদের মূল্য ১৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে গিয়ে দাঁড়ায় ২৩২ দশমিক ৪ বিলিয়ন ডলার। তবে এর আগে ২০২১ সালে তার সম্পদের পরিমাণ ছিল ২৭৭ দশমিক ৩ বিলিয়ন ডলার।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক ইলন ওপরে মাস্ক সবার সম্পদের হিসাবে
    Related Posts
    Malaysia

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৪ অভিবাসী আটক

    August 21, 2025
    তুলসী গ্যাবার্ড

    মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মী অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা তুলসী গ্যাবার্ডের

    August 21, 2025
    Lybia

    দেশে ফিরলেন লিবিয়ায় আটকে থাকা ১৭৫ বাংলাদেশি

    August 21, 2025
    সর্বশেষ খবর
    bat

    ব্যাটে বলে হল না। তবু এক বলে উঠল ৬ রান!

    কার্যকর করা হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন

    meloni

    ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

    Malaysia 2

    বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে টাকা লাগবে না শ্রমিকদের

    লালমনিরহাট

    লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

    Manikganj

    ডিসির এলআর ফান্ডে অবৈধ বালু ব্যবসায়ীদের অনুদান!

    Upodastha

    ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না

    বাড়ছে স্ত্রীর দ্বারা স্বামী নির্যাতন, প্রতিকারে নেই আইন

    Malaysia

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৪ অভিবাসী আটক

    Babydoll Archita Phukan viral video

    Archita Phukan Viral Video: Deepfake Scandal, Survivor Story & Kendra Lust Buzz

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.