মোটা অংকের অর্থ দিয়ে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক!

টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টুইটার কিনতে শেয়ার পিছু ৫৪.২০ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেন ইলন মাস্ক। সংবাদ সংস্থার খবর, মাস্কের প্রস্তাব মেনে নিয়েছে টুইটার। কয়েক দিন আগেই প্রায় ২২ হাজার কোটি টাকার বিনিময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক।

টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক

তার পরেই ২১ এপ্রিল টুইটার কিনতে শেয়ার পিছু ৫৪.২০ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেন মাস্ক, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪১২৫ টাকা। সেই হিসাবে গোটা সংস্থাটির মোট বাজারদর দাঁড়ায় ৪১০০ কোটি মার্কিন ডলার। ভারতীয় অঙ্কে দাঁড়ায় প্রায় ৩১,২৩,২৩,৬৫,০০,০০০ টাকার কাছাকাছি।

আদৌ কি টুইটার সংস্থা মাস্কের এই প্রস্তাব মেনে নেবে, বেশ কিছু দিন ধরেই এই নিয়েই নেটমাধ্যেমে চলছিল জোর জল্পনা। সংবাদ সংস্থার খবর, মাস্কের প্রস্তাব মেনে নিয়েছে টুইটার। শেয়ার কেনার জন্য পুরো টাকাটাই মাস্ক নগদে দেবেন, জানা যাচ্ছে এমনটাও।

তবে এখনও মাস্ক কিংবা টুইটারের পক্ষ থেকে সে বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। সব চূড়ান্ত হলে ২৫ এপ্রিল গভীর রাতে বা ২৬ এপ্রিলের সকালেই সেই ঘোষণা করতে পারেন তাঁরা।

কালো পোশাকে ঝড় তুললেন শচীন কন্যা

মাস্ক আগেই জানিয়েছিলেন, তাঁর প্রস্তাব গৃহীত না হলে তিনি নিজের অংশীদারিত্ব আর রাখবেন কি না তা-ও পুনর্বিবেচনা করতে বাধ্য হবেন। মাস্কের দাবি, তিনি টুইটারের অংশীদার হওয়ার সময়ে ভেবেছিলেন টুইটার বিশ্বজুড়ে বাক স্বাধীনতার মূল মাধ্যম হয়ে উঠবে। কিন্তু বিনিয়োগ করার পরই নাকি তিনি উপলব্ধি করছেন যে, বর্তমান অবস্থায় তা কখনই সম্ভব নয় টুইটারের পক্ষে। তাই ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা হিসেবে এর বদল ঘটানোই তাঁর লক্ষ্য।