বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বহুল আলোচিত ‘কেজ ফাইট’ নিয়ে ‘এক্স’ তথা টুইটারের মালিক ইলন মাস্ক হেলাফেলা করছেন বলে অভিযোগ করেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। যার প্রতিক্রিয়ায় জাকারবার্গকে ‘মুরগি’ বলে কটুক্তি করেছেন ইলন মাস্ক।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহুল আলোচিত ‘কেজ ফাইট’ নিয়ে ইলন মাস্ক হেলাফেলা করছেন বলে রোববার (১৩ আগস্ট) এক থ্রেডস পোস্টে অভিযোগ করেন জাকারবার্গ।
সেই পোস্টে তিনি কেজ ফাইটের বিষয়ে মাস্কের গুরুত্ব দেয়া নিয়েও প্রশ্ন তোলেন।
মেটার নতুন প্ল্যাটফর্ম থ্রেডসে একটি পোস্টে সিইও মার্ক জাকারবার্গ লিখেছেন, ‘আমি মনে করি, ইলন মাস্ক ‘কেজ ফাইটে’র বিষয়টি হেলাফেলা করে দেখছেন। আমাদের এখন এসব বাদ দিয়ে অন্য কিছু ভাবা উচিত।’
তিনি আরও লিখেছেন, তিনি কেজ ফাইটের জন্য ইলন মাস্ককে একটি নির্দিষ্ট তারিখ প্রস্তাব করেছিলাম। কিন্তু তিনি শুধু অজুহাত দিচ্ছেন।
ইলন মাস্ক লড়াইয়ের জন্য কোনো তারিখ তো নিশ্চিত করছেনই না উল্লেখ করে মার্ক জাকারবার্গ বলেন, এখন নাকি তার অস্ত্রোপচারের প্রয়োজন। তিনি বাড়ির উঠানে অনুশীলন করার পরামর্শ দিয়েছেন।
থ্রেডস পোস্টে জাকারবার্গ লিখেছেন, যদি ইলন কখনও সত্যিই একটি নির্দিষ্ট তারিখ ও ভেন্যুতে ‘কেজ ফাইট’ নিয়ে আগ্রহী হন, তাহলে তিনি জানেন আমায় কোথায় পাওয়া যাবে। অন্যথায়, আমাদের এসব বাদ দিয়ে অন্য কিছু ভাবা উচিত। আপাতত, যারা এই খেলাটিকে গুরুত্ব সহকারে নেন, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার দিকে মনোনিবেশ করছি।
এইদিকে এক্সে ইলন মাস্কও পাল্টা অভিযোগের তীর সাধেন জাকারবার্গের দিকে। তার অভিযোগ, জাকারবার্গ কেজ ফাইটটি এড়িয়ে যেতে চাইছেন।
থ্রেডসে মার্ক জাকারবার্গের করা পোস্টের প্রতিক্রিয়ায় এক্সে ইলন মাস্ক মেটার সিইওকে মুরগি বলে কটূক্তিও করেন।
মেটার সিইওকে কাপুরুষ বলার পাশাপাশি তার সঙ্গে নিজের শারীরিক আকারের পার্থক্য নিয়েও কটূক্তি করেন মাস্ক। রোববার (১৩ আগস্ট) জাকারবার্গে সঙ্গে নিজের একাধিক টেক্স মেসেজও প্রকাশ করেন ইলন মাস্ক। যেখানে মাস্ক জাকারবার্গকে তার বাড়ির উঠানে কেজ ফাইটের অনুশীলন করার প্রস্তাব দেন। যা প্রত্যাখ্যান করেন মার্ক।
এদিকে ৭ আগস্ট এক টুইট বার্তায় ইলন মাস্ক লিখেছিলেন, ‘আমি আগামীকাল আমার ঘাড় ও পিঠের ওপরের অংশের এমআরআই করব। লড়াইয়ের আগে আমার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এই সপ্তাহেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
এর আগে ৬ আগস্ট এক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘এক্সে জাক ও মাস্কের লড়াই সরাসরি সম্প্রচারিত হবে। এতে যে অর্থ উঠবে, সেটি প্রবীণদের দাতব্য সংস্থায় দেয়া হবে।‘
আরেক পোস্টে লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে সারাদিন ভারোত্তোলন করছেন বলে জানিয়েছিলেন ইলন মাস্ক। সেই পোস্টে এক নেটিজেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা যুদ্ধের সভ্য রূপ। ছেলেরা যুদ্ধ ভালোবাসে।’
ইলন মাস্কের পোস্টের জবাবে জাকারবার্গ লড়াইয়ের জন্য প্রস্তুত উল্লেখ করে থ্রেডস অ্যাপে বলেছেন, ‘লড়াই নিয়ে মোটেও চিন্তিত নই। ২৬ আগস্ট লড়াই আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছিল। তবে ইলন মাস্ক লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করেননি।’
চলতি বছরের জুনে ইলন মাস্কের এক পোস্টের পর মাস্ক-জাকারবার্গের লড়াই প্রসঙ্গ আলোচনায় আসে। এক টুইটে মাস্ক জানিয়েছিলেন ‘মি. জাকারবার্গের সঙ্গে কেজ ফাইটের কথা ভাবছি।’
পরে টুইটটি মার্ক জাকারবার্গের নজরে এলে তিনি সেটির স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে তার ক্যাপশনে লিখেন, ‘আমাকে ঠিকানা দিন।’ পরে ইলন মাস্ক জাকারবার্গের পোস্টের জবাবে লিখেন, ‘ভেগাস অক্টাগন।’
প্রসঙ্গত, ভেগাস অক্টাগন হলো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত একটি খাঁচায় ঘেরা জায়গা। যার মেঝেতে একটি নরম মাদুর পাতা থাকে। যার ওপর যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেজ ফাইটিং চ্যাম্পিয়নশিপ ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।