আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত আসনে কফির মগ হাতে বসে আছেন শীর্ষ ধনী ইলন মাস্ক। টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে মাস্ককে এমনভাবে দেখা গেছে। ম্যাগাজিনের প্রচ্ছদটি জন্ম দিয়েছে নতুন আলোচনা-সমালোচনার। বিশ্লেষকদের দাবি, ট্রাম্প প্রশাসনে মাস্কের অনবদ্য ক্ষমতার সুস্পষ্ট ইঙ্গিত দিতেই এই প্রচ্ছদ করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটির ক্ষমতার মসনদে ডোনাল্ড ট্রাম্প থাকলেও পেছন থেকে কলকাঠি নাড়বেন ইলন মাস্ক, এতদিন এমন দাবিই করে আসছিলেন সমালোচকরা। টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদে এ-মন্তব্যেই জোরালো হয়েছে।
তবে এ প্রচ্ছদটিকে উসকানিমূলক বলে মন্তব্য করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের মূল ক্ষমতা ইলন মাস্কের হাতে, এমন কিছু বোঝাতে এই প্রচ্ছদ করেছে টাইম ম্যাগাজিন।
এই প্রচ্ছদ ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। কারণ গুরুত্বপূর্ণ এই ম্যাগাজিনের কভার পেজকে সম্মানের প্রতীক হিসেবে দেখেন ট্রাম্প।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করলে এখনো প্রচ্ছদটি দেখেননি বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। টাইম ম্যাগাজিন সম্পর্কে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
ট্রাম্প বলেন, টাইম ম্যাগাজিন কি এখনো ব্যবসায় টিকে আছে? আমি এটাও জানি না। ইলন অনেক ভালো কাজ করছে।
টাইম ম্যাগাজিনের এমন প্রচ্ছদ এবারেই প্রথম নয়। এর আগে গেল নভেম্বরে মাস্ককে ‘কিংমেকার’ অভিহিত করে প্রচ্ছদ করেছিল তারা। টাইম কর্তৃপক্ষের কাছে এমন প্রচ্ছদের কারণ জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেনি তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।