বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নানা জল্পনা কল্পনার পর প্রযুক্তি দুনিয়ার দুই মহারথী মার্ক জাকারবার্গ এবং ইলন মাস্কের মধ্যের লড়াইটি সম্ভবত আর হচ্ছে না। মাস্কই বহুল আলোচিত এই লড়াই থেকে পিছলে পিছিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাকারবার্গ।
“আমি মনে করি ইলন পুরো বিষয়টি নিয়ে সিরিয়াস নন, এবং এখন এ থেকে এগিয়ে যাওয়ার সময় হয়েছে।” – রোববার মেটার টেক্সটভিত্তিক অ্যাপ থ্রেডসে বলেন জাকারবার্গ। বর্তমানে এক্স নামে পরিচিত টুইটারের প্রতিদন্দ্বী হিসাবে প্ল্যাটফর্মটি তিনি চালু করেন গত মাসে।
গত জুন থেকে প্রতিদ্বন্দী দুই সামাজিক মাধ্যম প্লাটফর্মের শীর্ষ কর্তা তাদের দুজনের মধ্যে একটি সম্ভাব্য মিক্সড মার্শাল আর্ট লড়াই নিয়ে নানা কথাই বলেছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে ম্যাচটি হবে ‘কেইজ ফাইট’। প্রতিযোগীদের কেউ যেন পালাতে না পারে এমনভাবে বানানো লোহার খাঁচায় হওয়া লড়াইগুলোকে চলতি ভাষায় বলা হয় কেইজ ফাইট।
এই বিষয়ে করা সর্বশেষ মন্তব্যে জাকারবার্গ বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন, কিন্তু মাস্ক নানা বাহানা করে সময়ক্ষেপণ করছেন।
“আমি একটি স্পষ্ট তারিখের কথা বলেছিলাম, ডানা হোয়াইট বিনামূল্যে একটি ম্যাচ আয়োজন করে দেওয়ার কথা বলেছিলেন” – লিখেছেন জাকারবার্গ।
লাস ভেগাসভিত্তিক কোম্পানি আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের প্রেসিডেন্ট ডানা হোয়াইট এই লড়াই আয়োজনের চেষ্টা করছেন, বলে এর আগে খবর প্রকাশ করেছিলো নিউ ইয়র্ক টাইমস।
“ইলন ম্যাচের জন্য তারিখ নির্ধারণ করবে না, তারপর বলেছে তার একটি সার্জারি করানো লাগবে, এখন বলছে আমার ‘ব্যাকইয়ার্ডে’ একটি অনুশীলন ম্যাচ খেলবে।” – বলেন মেটা প্রধান।
মাস্ক বলেছিলেন, কোনো লড়াইয়ের আগে তার একটি সার্জারির দরকার হবে।
“ইলন যদি সত্যিকারের তারিখ এবং আনুষ্ঠানিক লড়াই নিয়ে সিরিয়াস হয়, তাহলে সে জানে কিভাবে আমার কাছে পৌঁছাতে হবে। আর না হলে ‘ইটস টাইম টু মুভ অন’। যারা খেলাকে সিরিয়াসলি নেয়, আমি এখন তাদের সঙ্গে লড়াইয়ে মনোযোগ দিতে চাই।” – পোস্টের শেষে বলেন জাকারবার্গ।
মাস্ক এখন পর্যন্ত জনসম্মুখে জাকারবার্গের সর্বশেষ মন্তব্য নিয়ে কিছু বলেননি। সেইসঙ্গে এক্সের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনিও কোনো মন্তব্য করেননি, বলেছে সিএনবিসি।
রোববার এক এক্স পোস্টে একটি স্ক্রিনশট প্রকাশ করেন মাস্ক, সেখানে তিনি জাকারবার্গকে তার পলো অ্যাল্টোর বাড়ির পেছনের উঠানে বানানো অস্টভূজাকৃতির ইউএফসি-ব্র্যান্ডের প্র্যাকটিস রিংয়ে একটি অনুশীলনমূলক লড়াইয়ের আহবান জানান।
গত মাসে থ্রেডস অ্যাপটি আসার কয়েকদিন আগে থেকেই এই কেজ ফাইট নিয়ে আলাপের সূত্রপাত।
একজন এক্স ব্যবহারকারী রসিকতা করে লেখেন, জাকারবার্গ ব্রাজিলীয় স্টাইলে জুজুৎসু প্রশিক্ষণ নিচ্ছেন। তার জবাবে মাস্ক লেখেন, “যদি সে তা করে থাকে তাহলে আমি তার সঙ্গে কেইজ ফাইট করতে রাজি আছি, লল।”
ফোর্বসের সর্বশেষ বিলিওনেয়ারদের তালিকায় মাস্ক এবং জাকারবার্গ যথাক্রমে বিশ্বের শীর্ষ ও অষ্টম ধনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।