আন্তর্জাতিক ডেস্ক: এখন তো দুনিয়াজোড়া অনলাইনের জয়জয়কার। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে খাবারদাবারও পাওয়া যায় অনলাইনে। ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিল অনলাইনে খাবার কিনতে গিয়ে পড়েছিলেন বিপাকে। খাবার পেতে দেরি হওয়ায় অধৈর্য হয়ে শুভমান সরাসরি টুইটারের নতুন মালিক ইলন মাস্কের উদ্দেশে টুইট করে বসেন!
‘সুইগি’ নামের অনলাইন ফুড শপটি আইপিএলের অন্যতম বাণিজ্যিক সহযোগী।
অতি দ্রুত খাবার পৌঁছে দেওয়ায় তারা পারদর্শী বলে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনে দাবি করা হয়। কিন্তু সেই প্রতিষ্ঠানে খাবার অর্ডার দিয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গুজরাটের এই ব্যাটারকে। বেশ বিরক্ত হয়েই শুভমন এর পর টুইটারে নিজের বক্তব্য তুলে ধরেন। যা দ্রুত সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়।
টুইটারের পর এবার কোকা-কোলা কিনতে চান ইলন মাস্ক!
শুভমানের টুইটে লেখা ছিল করে লেখেন, ‘ইলন মাস্ক দয়া করে আপনি এই প্রতিষ্ঠান অধিগ্রহণ করুন। তা হলে হয়তো ওরা সময় মতো খাবার পৌঁছে দিতে পারবে। ‘ এর পরেই টনক নড়ে ওই প্রতিষ্ঠানের। তারা শুভমনকে টুইট করেই অনুরোধ করে, সরাসরি মেসেজ করে তার অর্ডারের বিস্তারিত জানাতে। অল্প ব্যবধানেই ওই প্রতিষ্ঠান শুভমনকে জানান, তার খাবার ঠিক আছে। দ্রুত তিনি হাতে পাবেন।
Elon musk, please buy swiggy so they can deliver on time. @elonmusk #swiggy
— Shubman Gill (@ShubmanGill) April 29, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।