বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্ক টুইটারের জন্য নতুন সিইও ঠিক করেছেন। বর্তমান সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে তাকে বসানো হবে।
৪৪ বিলিয়ন ডলারে টুইটারের বিক্রির কাজ সম্পন্ন হলে এ রদবদল হবে বলে বার্তা সংস্থা রয়টার্স এক অনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।
ইলন মাস্ক গত মাসে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরকে বলেছিলেন, সান ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানিটির বর্তমান ব্যবস্থাপকদের ওপর তার আস্থা নেই।
পরাগ আগরওয়ালকে গত বছরের নভেম্বরে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে মনোনীত করা হয়েছিল। মাস্কের কাছে কম্পানির বিক্রির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি তার ভূমিকায় থাকবেন বলে মনে করা হচ্ছে।
যে সূত্র রয়টার্সকে ইলন মাস্কের পরিকল্পনার কথা বলেছিলেন, তিনি পরাগের বদলে কাকে আনা হচ্ছে তা জানাতে অস্বীকার করেছেন।
গবেষণা প্রতিষ্ঠান ইকুইলারের তথ্য মতে, টুইটারের নিয়ন্ত্রণে পরিবর্তন আসার ১২ মাসের মধ্যে বরখাস্ত করা হলে পরাগ আগরওয়াল ৪২ মিলিয়ন ডলার পাবেন।
সূত্র : বিবিসি।
স্মার্টফোন, স্মার্ট ঘড়ির পর বাজারে আসছে স্মার্ট বেল্ট, থাকছে যে চমক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।