বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোটি কোটি টাকার মালিক তিনি। তাই কেউ যা ভাবতে পারে না তিনি সেটাই ভাবেন। সেইমতো কাজও করে দেখান। বহুদিন ধরেই মঙ্গলে মানুষের বাস নিয়ে চিন্তাভাবনা করছেন ইলন মাস্ক। এবার দিলেন ডেডলাইন।
ইলন মাস্ক মানেই সংবাদের শিরোনামের খবর। প্রতি সময় তিনি নিজে খবরে থাকতে পছন্দ করেন। তার প্রতিষ্ঠান স্পেস এক্স নিয়ে তার বিরাট গর্ব। একে কাজে লাগিয়ে তিনি অসাধ্যকে সাধন করতে চান। বহুদিন ধরেই মঙ্গলে মানুষের বাস নিয়ে সকলকে জানিয়ে আসছিলেন ইলন মাস্ক। এবার তিনি নিজেই দিলেন ডেডলাইন।
ইলন মাস্ক জানিয়ে দিয়েছেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে মঙ্গলের বুকে বাস করবে মানুষ। তার প্রতিষ্ঠান স্পেস এক্স সেই কাজই করবে। এই কাজকে বাস্তব রূপ দিতে যা কিছু করার দরকার তিনি করবেন। নিজের এক্স হ্যান্ডেলে সেই বার্তা তিনি সকলের সঙ্গে শেয়ারও করেছেন।
মাস্ককে প্রশ্ন করা হয় তিনি কেন এমন একটি ডেডলাইন দিয়ে দিলেন। তখন তিনি এবিষয়ে আরও জোর দিয়ে বলেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যেই এই কাজকে শেষ করবে তার প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, বুধবারই পৃথিবীতে পা রেখেছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ। তাঁদেরকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার কাজটি নাসার সঙ্গে যৌথভাবে করেছে মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। এই কাজ অতি সহজে সফল করার পরই এবার বিশ্বকে এই বার্তা দিলেন ইলন মাস্ক।
নিজের প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি বার্তা দিতে গিয়ে ইলন মাস্ক জানিয়েছেন, নাসার সঙ্গে একজোট হয়ে যে কাজ তার প্রতিষ্ঠানের কর্মীরা করেছেন তার প্রশংসার যোগ্য। এবার তাদের অফিসে এসে ঘুরে যাবেন এই দুই মহাকাশচারী। স্পেস এক্সের কাজের তারিফ করেছে নাসাও। তারাও মনে করছে যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাজ করছে মাস্কের সংস্থা। তাতে আগামীদিকে মঙ্গলে মানুষের বাস নিয়ে যে স্বপ্ন রয়েছে তাকে বাস্তবায়িত করা খুব একটা কঠিন কাজ হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।