বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টেসলার প্রায় চারশ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ধারণা করা হচ্ছে, টুইটার কেনার জন্য নগদ অর্থ জোগাড় করতেই নিজের গাড়ি কোম্পানির শেয়ার বেচেছেন বিশ্বের শীর্ষ ধনী।
যুক্তরাষ্ট্রের ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি)’ মাস্ক শেয়ার বিক্রির নথিপত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার।
ওই নথির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার এই দুই দিনে টেসলার ৪৪ লাখ শেয়ার বিক্রি করেছেন মাস্ক।
সোমবারেই মাস্কের চার হাজার চারশ কোটি ডলারের অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করেছে টুইটারের পরিচালনা পর্ষদ। এসইসিতে নথিপত্র জমা দেওয়ার পর মাস্ক টুইট করেছেন, টেসলার আর কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা তার নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।