ইলন মাস্ক বর্তমান টুইটার সোশাল মিডিয়ার সবথেকে বড় অংশীদার। টুইটারের ৯.২ শতাংশ শেয়ার এখন ইলন মাস্কের দখলে। ইলনের পূর্বে টুইটারের নির্বাহী পরিচালক Jack Dorsey ছিলেন সবথেকে বড় শেয়ারের মালিক। ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত প্রায় ৭৪ মিলিয়ন মার্কিন ডলারের শেয়ার পরিচালনা করছেন ইলন মাস্ক।
এ ঘটনার পরেই টুইটারের স্টক মার্কেটের আকার ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে একদিনে এর থেকে বেশি মুনাফা অর্জন সম্ভব হয়নি। এর মাধ্যমে মাস্ক দিনে পায় ৭৮৫ মিলিয়ন মার্কিন ডলারের মুনাফা অর্জন করছে। মাস্কের শেয়ারের মূল্য ৪ বিলিয়ন ডলারের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে Vanguard Group দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার দখল করেছে। Management Incorporation ৩য় স্থানে অবস্থান করছে।ইলন মাস্কের ঘটনা নিয়ে এরা কোন মন্তব্য করতে রাজি হননি।
ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবথেকে বেশি ধনী। তার মোট সম্পদের আকার ২৭৩ বিলিয়ন মার্কিন ডলার। টেসলা প্রতিষ্ঠানকে সফলতার সাথে নেতৃত্ব দিচ্ছেন তিনি। পাশাপাশি স্পেস টেকনোলোজি কোম্পানি তার দূরদর্শিতায় সামনে এগিয়ে যাচ্ছে। এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তিনি।
ইলন মাস্ক শেয়ার কেনা নিয়ে বিস্তারিত কোন মন্তব্য করেননি। তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটাও প্রকাশ করেননি। গত বছর টুইটারের প্রধান নির্বাহী পরিচালক হন ভারতের পরাগ আগরওল। টুইটারে তার ২০ মিলিয়ন মার্কিন ডলারের শেয়ার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।