ফিলিস্তিনের প্রতি ইলন মাস্কের সংহতি

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক। তিনি তার অফিসিয়াল হ্যান্ডেলে ঘোষণা করেছেন, যারা ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত’ এর মতো বাক্যাংশগুলো ব্যবহার করে (ফিলিস্তিনে) গণহত্যার সমর্থন করবে, তাদের এক্স একাউন্ট স্থগিত করা হবে।

শনিবার (১৮ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের এই পোস্টটি ভাইরাল হওয়ার পরে অ্যাপলসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনদাতা কোম্পানি এক্সকে বিজ্ঞাপন দেয়া থেকে বিরত থেকেছে।

এদিকে ইসরাইল আত্মরক্ষার নামে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজায় শিশু, রোগী ও গর্ভবতী নারীদের হত্যা করছে।

উল্লেখ্য, ‘নদী থেকে সাগর’ পরিভাষাটি এখন ফিলিস্তিনিরা ছাড়া অনেকে ব্যবহার করছে। এটা দিয়ে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত পুরো এলাকায় ফিলিস্তিন রাষ্ট্র বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এ দিয়ে ইসরাইল রাষ্ট্রকেও অস্বীকার করা হয়।

সূত্র : ইসলামিক ইনফরমেশন