Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home আসছে ইলন মাস্কের ‘এক্সমেইল’, কী আছে ফিচারে?
    Technology News বিজ্ঞান ও প্রযুক্তি

    আসছে ইলন মাস্কের ‘এক্সমেইল’, কী আছে ফিচারে?

    Tarek HasanDecember 18, 20244 Mins Read
    Advertisement

    বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অনেক দিনের গুঞ্জন এবার কি তবে সত্যি হতে চলেছে? বৈদ্যুতিক গাড়ি, রোবোট, সোশ্যাল মিডিয়া, স্যাটেলাইট ইন্টারনেট ও মহাকাশে রকেট পাঠানোর পর ইলন মাস্ক এবার নিজের ই-মেইল সার্ভিস ‘এক্সমেইল’ চালু করতে যাচ্ছেন বলেই মনে হচ্ছে। সম্প্রতি নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বের টুইটার) প্রকাশিত এক পোস্টের প্রত্যুত্তরে তিনি জানিয়েছেন যে, ‘এক্সমেইল’ নিয়ে আসার বিষয়টি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় রয়েছে।

    গত রবিবার (১৫ ডিসেম্বর) এক্স প্ল্যাটফর্মে ‘ডজডিজাইনার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্সমেইল-কে ‘কুল’ বা চমৎকার বলে আখ্যায়িত করা হয়। পোস্টের সাথে এক্সমেইলের একটি কাল্পনিক ছবিও যুক্ত করে দেওয়া হয়। এই পোস্টে রিপ্লাই দিতে গিয়ে ইলন মাস্ক লিখেছেন, ‘হ্যাঁ, বিষয়টি ভবিষ্যতে করণীয় কাজের তালিকায় রয়েছে।’

    মাস্কের এই কমেন্টের পর থেকেই নেট দুনিয়ায় এক্সমেইল নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়ে যায়। বিশেষ করে মাস্কের অনুসারীরা এক্সমেইল নিয়ে বেশ কৌতূহলী হয়ে উঠেন। প্রযুক্তিপ্রেমী মানুষেরাও বিষয়টি নিয়ে নিজেদের আইডিয়া ও সম্ভাবনা শেয়ার করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কেমন হতে পারে এক্সমেইল, কী কী ফিচার আসতে চলেছে এতে, মাস্কের ই-মেইলের প্রভাব কতটা পড়বে জিমেইল ও অ্যাপল মেইলের মতো বাজারের প্রতিষ্ঠিত মেইল সার্ভিসগুলোর উপর- এই রকম নানা বিষয় নিয়ে ইতোমধ্যেই গণমাধ্যমগুলোতে লেখালাখি শুরু হয়ে গেছে।

       

    এদিকে এক দিন পরেই, অর্থাৎ গতকাল (সোমবার) এক্সমেইল নিয়ে আবারও একটি মন্তব্য করেছেন ইলন মাস্ক। এবারও এক্স প্ল্যাটফর্মের একটি পোস্টেই তিনি রিপ্লাই দিয়েছেন। ‘কালচার ক্রিটিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানতে চাওয়া হয়, ‘আপনি কি এক্সমেইল ব্যবহারের জন্য জিমেইল ত্যাগ করবেন?’

    এই পোস্টটিকে পুনরায় পোস্ট বা রিপোস্ট করে এক্সমেইল সম্পর্কে নিজের কিছু প্রত্যাশার কথা তুলে ধরেন ‘রস’ নামের আরেকজন এক্স ব্যবহারকারী। সেখানে তিনি ই-মেইলের প্রচলিত ফরম্যাটের পরিবর্তে ডিরেক্ট মেসেজ (ডিএম) টাইপের ইমেইল ফরম্যাটের পক্ষে মত দেন। রসের এই প্রত্যাশার প্রত্যুত্তরে ইলন মাস্ক লিখেছেন, ‘ঠিক এটাই আমরা করতে যাচ্ছি।’

    এক্সমেইল কি তবে আসলেই আসছে?
    মাস্কের এই মন্তব্যের পর এক্সমেইল এর বিষয়টিকে কোনোভাবেই আর গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ইলন মাস্কের পরিকল্পনায় নিশ্চিতভাবেই এক্সমেইল আছে। তবে সেটা কবে নাগাদ আসবে এ নিয়ে এখনও হলফ করে কিছুই বলা যাচ্ছে না। তবে এক্সমেইল নিয়ে ইলন মাস্কের হঠাৎ এমন সরব হয়ে উঠায় অনেকেই মনে করছেন মাস্কের ই-মেইল সার্ভিসটি অচিরেই উন্মুক্ত হতে যাচ্ছে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও জিমেইলের বিকল্প হিসেবে এক্সমেইলের কথা বলেছিলেন ইলন মাস্ক।

    𝕏 Mail would be cool.

    username@𝕏.com pic.twitter.com/gWwbCWPWA5

    — DogeDesigner (@cb_doge) December 15, 2024

    এক্সমেইলে থাকতে পারে যেসব ফিচার
    এক্সমেইলের সম্ভাব্য বেশ কিছু ফিচার সম্পর্কে ইতোমধ্যেই আভাস পাওয়া গেছে। এর মধ্যে ডিরেক্ট ম্যাসেজিং এর মতো একটি ইন্টারফেজের বিষয়ে ইলন মাস্ক নিজেই সায় দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক কী কী ফিচার থাকতে পারে এক্সমেইলে:

    ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা
    মাস্ক ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিবেন বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকসহ তাঁর অনুসারীরা। এক্সমেইলের সাবসক্রিপশন-ভিত্তিক মডেলে টার্গেটেড বিজ্ঞাপন না থাকার সম্ভাবনা বেশ প্রবল। উল্লেখ্য, জিমেইলসহ অন্যান্য ই-মেইল সার্ভিসগুলোকে টার্গেটেড বিজ্ঞাপনের জন্য প্রায়শই সমালোচিত হতে হয়। এছাড়া ডিজিটাল নজরদারি ও হ্যাকিং-এর মতো সমস্যা থেকে পরিত্রাণের উপায় হিসেবে এক্সমেইলে থাকতে পারে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুযোগও।

    ডিরেক্ট মেসেজ বা ডিএম-এর মতো মেইল ফরম্যাট
    এই সম্ভাবনাটি বেশ জোরালো বলেই মনে হচ্ছে। কেননা ইলন মাস্ক নিজেই সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে ডিএম স্টাইলের মেইল ইন্টারফেজের পক্ষে সায় দিয়েছেন। ডিরেক্ট মেসেজিং-এর মতো ইন্টারফেজ সাধারণত মেসেজিং প্ল্যাটফর্মগুলোতেই দেখা যায়। তবে ডিরেক্ট মেসেজ এবার ই-মেইল ফরম্যাট আকারেও দেখা যেতে পারে এক্সমেইলের কল্যাণে। এর ফলে একাধিক থ্রেডের দীর্ঘ মেইলের পরিবর্তে এবার চ্যাট মেসেজের মতো মেইল দেখা যেতে পারে।

    উচ্চ গতির সহজ ব্যবহার
    এক্সমেইলের ইউজার ইন্টারফেজ অনেক বেশি সাধারণ ও সহজ হবে বলেই আশা করা হচ্ছে। ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেজের কল্যাণে সহজেই এর সাথে মানিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। খুব জটিল কিছু শিখে নেওয়ার ব্যাপার থাকবে না এতে। সিম্পল ডিজাইন ও ফরম্যাটের কল্যাণে অন্যনায় ই-মেইল সার্ভিসগুলোর তুলনায় এক্সমেইলে আরও দ্রুত কাজ করা যাবে।

    এআই ফিচারের উপস্থিতি
    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নত ব্যবহার দেখা যেতে পারে এক্সমেইলে। এআই টুলের কল্যাণে বিভিন্ন ক্যাটাগরিতে মেইল গুছিয়ে রাখা, স্মার্ট রিপ্লাই দেওয়া এবং স্প্যাম শনাক্ত করে সেগুলো ফিল্টার করার মতো কাজগুলো অনায়াসে করা যাবে এক্সমেইলে।

    এক্স প্ল্যাটফর্মের সাথে সমন্বয়
    এক্স প্ল্যাটফর্মের সাথে এক্সমেইল সমন্বিত হবে- এটি নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মাস্ক যদি এক্স-কে কেন্দ্র একটি ইকোসিস্টেম তৈরি করতে চায় সেক্ষেত্রে এক্সের সাথে এক্সমেইলের সমন্বয় ব্যতীত এটি প্রায় অসম্ভবই বলা চলে। এক্সের সাথে সমন্বিত হলে একই ইকোসিস্টেমের মধ্যে ইমেইল প্রেরণ থেকে শুরু করে মেসেজিং ও পেমেন্টের মতো সার্ভিসও উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

    কুড়িগ্রামে হাঁসের কালো ডিম, এলাকা জুড়ে কৌতূহল

    একাধিক ডিভাইসে ব্যবহারের সুযোগ
    এক্সমেইল-কে একাধিক ডিভাইস থেকে অ্যাক্সেস করার সুযোগ থাকবে বলেই ধারণা করা হচ্ছে। টেসলার ইনফোটেইনমেন্ট সার্ভিস ও স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইটে ব্যবহৃত প্রযুক্তির মতোই এক্সমেইলও মাল্টিপল বা একাধিক ডিভাইস থেকে ব্যবহার করা যাবে বলেই আশা করা হচ্ছে। এর ফলে এক্সমেইল আরও বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে। বিশেষ করে যেসব অঞ্চলে ইন্টারনেট যোগাযোগ দুর্বল সেখানেও অনায়াসে ব্যবহার করা যাবে এক্সমেইল।

    তথ্যসূত্র: এক্স, ফোর্বস, দ্য ফেডারেল, অ্যান্ড্রয়েড হেডলাইনস, ট্রাস্টেড ভিউজ, গিকি সিটি টাইমস, ইয়াহু ফাইন্যান্স,

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও news technology আছে, আসছে ইলন এক্সমেইল, কী? প্রযুক্তি ফিচারে বিজ্ঞান মাস্কের
    Related Posts
    Remove term: iPhone 17 iPhone 17

    আইওএস ২৬-এ মেসেজে পোল যোগের নতুন ফিচার

    September 24, 2025
    টি-মোবাইল আইফোন ১৭ বিক্রি

    iPhone 17 নিয়ে T-Mobile-এর রেকর্ড বিক্রয়ের সপ্তাহান্ত

    September 24, 2025

    আইফোন ২০তম বার্ষিকী: স্যামসাং COE OLED-এ উজ্জ্বল স্ক্রিন, মসৃণ ডিজাইন কিন্তু ট্রেড-অফ

    September 23, 2025
    সর্বশেষ খবর
    এনসিপি

    নিউইয়র্কে এনসিপি নেতাদের হেনস্তা, ঘটনার সূত্রপাত যেভাবে

    সুনেরাহ

    প্রথমবার ধারাবাহিক নাটকে সুনেরাহ

    Zitu

    পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাব জাকসু ভিপি জিতুর

    ১০টি ক্যাম্পাস

    স্থাপত্য নকশায় তৈরী ১০টি ক্যাম্পাস, যা আপনার কল্পনাকেও হার মানাবে

    সুপারহিট

    একই নামে বলিউডে তিনটি ছবি তৈরি হয়েছে আর তিনবারই সুপারহিট, রইল ছবিটির নাম

    মসজিদে আগুন

    সুইডেনে রাতের আঁধারে মসজিদে আগুন, ঘটনা কী?

    সুস্মিতা সেন

    মহেশ ভাটের আসল চেহারা ফাঁস করে দিলেন সুস্মিতা সেন

    রবীনা ট্যান্ডন

    পিরিয়ড নিয়েই উদ্দাম রোমান্স, নিয়েছিলেন ইঞ্জেকশনও

    Kadar

    আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন : জি এম কাদের

    হেনস্তা

    ১৭ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, পলাতক ‘ভণ্ড বাবা’

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.