আন্তর্জাতিক ডেস্ক : জরুরি (মেডিকেল) কারণে ইসরায়েলি বিমানকে বন্দরে অবতরণের সুযোগ দিলেও বিমানবন্দরে কর্মরত কর্মীরা ইসরায়েলি বিমানে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায় বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা ইএল এআই।
সোমবার (১ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইসরায়েলের জাতীয় বিমান সংস্থাটি বিবৃতিতে জানায়, তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল তাদের একটি বিমান। তবে ইসরায়েলে ফিরতে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরের কর্মীরা ফ্লাইট এলওয়াই৫১০২-তে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায়।
বিমানবন্দরের কর্মীরা জ্বালানি না দেয়ায় বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশ্যে ছেড়ে যায়। ইসরায়েলে ফিরে আসার আগে গ্রিস থেকে বিমানটি জ্বালানি নেবে বলেও জানায় সংস্থাটি।
তবে তুরস্কের একটি কূটনীতিক সূত্র জানায়, মানবিক দিক বিবেচনা করে তারা বিমানটিকে জ্বালানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এর আগেই বিমানের ক্যাপ্টেন নিজ ইচ্ছায় তুরস্ক থেকে বিমানটি নিয়ে উড়াল দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।