ভোপালে সোনিয়া-রাহুলের বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও তাঁর মা সোনিয়া গান্ধীকে বহনকারী বেঙ্গালুরু-দিল্লি ফ্লাইট খারাপ আবহাওয়ার কারণে ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রাহুল ও তাঁর মা বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী ২৬টি দলের দুদিনের বৈঠক থেকে দিল্লিতে ফিরছিলেন।

ঘটনাটি রাত পৌনে ৮টার দিকে ঘটে। খবর পেয়ে কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী পিসি শর্মা এবং বিধায়ক কুনাল চৌধুরীসহ মধ্যপ্রদেশ কংগ্রেসের সিনিয়র নেতারা বিমানবন্দরে ছুটে যান।

উত্তর কোরিয়ার সীমান্তে ঢুকে পড়ায় মার্কিন সেনা আটক