জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তিতে নামাজ আদায় করতে যাওয়ায় চতুর্থ শ্রেণির কর্মচারীকে পিটিয়ে আহত করেছেন প্রধান শিক্ষক। রোববার উপজেলার বলশিদ হাজি আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নেয়ামত উল্লাহ জোহরের নামাজ আদায় করে অফিসে ফিরে এলে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ তাকে মারধর করেন। পরে তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথের মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য অখিল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ রয়েছে। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় শিক্ষার্থীদের তোপের মুখে তিনি বিগত আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন বিদ্যালয়ে যেতে পারেননি। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে তিনি পুনরায় বিদ্যালয়ে ফিরে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।