জুমবাংলা ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৩ লাখ) ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। জানা গেছে, এ ঘটনা ছিল দোকানেরই এক কর্মচারীর পূর্বপরিকল্পিত ছক।
বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী ঠাণ্ডু মিয়ার দোকানের কর্মচারী তুহিন গত মঙ্গলবার সন্ধ্যায় ওই অর্থ নিয়ে উত্তরায় যাচ্ছিলেন, এমন সময় সাতরাস্তা মোড়ে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে এবং ব্যাগ ছিনিয়ে নেয়।
তুহিন প্রথমে জানিয়েছিলেন, তিনি বায়তুল মোকাররম এলাকা থেকে রওনা হয়ে সাতরাস্তা মোড়ে আসা মাত্রই দুর্বৃত্তরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করেছেন, ঘটনাটি ছিল তার নিজের পরিকল্পিত। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় তার পরিবারের কিছু দেনা ছিল, যা পরিশোধের উদ্দেশ্যেই এই ছিনতাইয়ে যুক্ত হন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, তুহিনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখাসহ একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার এবং ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার করে। তবে গ্রেপ্তারকৃত অন্যদের নাম প্রকাশ করা হয়নি।
শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন জানান, ছিনতাইয়ে জড়িত আরও দুই-তিনজন পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মালিক ঠাণ্ডু মিয়া একটি মামলা করেছেন এবং গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
ডিএমপি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৭৬টি ছিনতাইয়ের মামলা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ৭৯টি, ফেব্রুয়ারিতে ৬১টি, মার্চে ৪১টি, এপ্রিলে ৪৩টি, মে মাসে সর্বোচ্চ ৯৪টি এবং জুনে ৫৮টি মামলা হয়েছে।
সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ২৬ জুন ওয়ারীর নবাবপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। সাইনবোর্ড এলাকায় হাত-পা বেঁধে ভুক্তভোগীদের ফেলে রেখে যায়। মামলার ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
১৪ জুন উত্তরা ১৩ নম্বর সেক্টরে র্যাবের পোশাকে ছিনতাইকারীরা ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই করে। আবার ২৭ মে মিরপুরে মাহমুদ মানি এক্সচেঞ্জের দুই ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে ওই ঘটনায় ডিবি পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।