মালদ্বীপে নতুন বছরে ভালো কাজের পুরস্কার পেলেন কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের শুভেচ্ছা হিসেবে প্রবাসী কর্মীদের ভালো কাজের পুরস্কার দিলেন মালদ্বীভিয়ান এক্সপ্রেস ট্রাভেল এন্ড ট্যুর প্রাইভেট লিমিটেডের মালিক মো. আবদুল মান্নান।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় কর্মীদের অফিসে ডেকে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন আবদুল মান্নান। পুরস্কার পাওয়া তিন প্রবাসী কর্মী হলেন- লুতফা খাতুন, সুমিত্রা চক্রবর্তী দাস ও রুফা তামান্না।

এসময় আবদুল মান্নান বলেন, ‘আপনারা অনেকদিন ধরে আমার প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। সেজন্য নতুন বছর উপলক্ষে ছোট উপহার দিলাম। আশা করি এই নতুন বছরের পুরস্কার আপনাদের পছন্দ হবে। আগামী দিনে আরও অনেক কর্মীকে এমন পুরস্কার দিতে চাই।’

তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সমর্থন এবং সহযোগিতাই আমাকে এতদূর এগিয়ে নিয়ে এসেছে। আশা করছি আমরা আরও অনেকদূর এগিয়ে যাবো।

এদিকে আচমকা পুরস্কার পেয়ে আনন্দে বিহ্বল হয়ে পড়েন প্রতিষ্ঠানটির তিন কর্মী। এমন পুরস্কারের জন্য মালিককে ধন্যবাদ জানাতে ভোলেননি তারা।

এমন ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ মো. খলিলুর রহমান, আলতাফ হোসেন, মো. ফারুক, শরিফুল ইসলাম, নাছির উদ্দীন, মোস্তফা কামাল জিসান, নুরুল ইসলাম, মনির হোসেন, খায়রুল আমিন, মাসুম মুন্না ও মাহফুজুর রহমান প্রমুখ।