সালমানকে ছাপিয়ে ভক্তদের মন জয় করে নিলেন ইমরান হাশমী

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশ হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার-থ্রি’র ট্রেলার। এটি প্রকাশের পরই যেন তোলপাড় নেটদুনিয়া।

আগেই জানা গেছে, এ সিনেমায় টাইগারের প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে ইমরান হাশমীকে। হয়েছেও তাই। পুরো ট্রেলার জুড়ে শুধু শোনা গেছে ইমরান হাশমীর ভয়েসওভার। একদম শেষে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছে তাকে। তবে ওই অল্প সময়েই ভক্তদের মন জয় করে নিয়েছেন ইমরান। এমনকি ট্রেলার প্রকাশের পর সালমানের চেয়ে ইমরানের বেশি প্রশংসা শোনা যাচ্ছে নেটিজেনদের মাঝে।

বোঝা যাচ্ছে, টাইগারের শত্রু হিসাবে যেমন ইমরানকে বেশ পছন্দ তাদের, ঠিক তেমনই কাঁচাপাকা চুল, দাড়িতে ইমরানের লুকও বেশ পছন্দ হয়েছে সিনেমাপ্রেমীদের। শুধু তাই নয়, এতদিনে সালমান তথা টাইগার একজন যোগ্য প্রতিপক্ষ পেয়েছে বলে ধারণা বিভিন্ন সিনেমা বিশ্লেষকদেরও।

এদিকে, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি অক্ষয় কুমারের সঙ্গে ‘সেলফি’ সিনেমায় দেখা গিয়েছিল ইমরান হাশমিকে। তারপর বেশ অনেকটা সময় পার করে আবারও বড় পর্দায় ফিরছেন এ অভিনেতা। এ সিনেমার মাধ্যমেই স্পাইভার্সে অভিষেক হতে যাচ্ছে তার। জানা গেছে, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার থ্রি’ মুক্তি পাচ্ছে দীপাবলিতে।