শাকিব খানের বিপরীতে এবার ইমরান হাশমির নায়িকা

বিনোদন ডেস্ক : খবরটা ইতোমধ্যেই জেনেছেন হয়তো! প্রথমবারের মতো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন তিনি। বিষয়টি জানার পর থেকেই শাকিব ভক্তদের প্রশ্ন, কে এই সোনাল চৌহান?

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান। বিত্তশালী পরিবারের মেয়ে হয়েও অভিনয়ে এসেছিলেন নিজ স্বপ্নপূরণের উদ্দেশ্যেই। ২০০৬ সালে মুক্তি পায় হিমেশ রেশামিয়ার জনপ্রিয় অ্যলবাম ‘আপ কা সুরুর’। যেখানে মডেল হিসেবে প্রথমবারের মতো আত্মপ্রকাশ ঘটে সোনালের। এরপর ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে জান্নাত সিনেমায় জুটি বাঁধেন তিনি। যে সিনেমা বলিউডে ব্যাপক হিট হয়।

ইমরানের বিপরীতে কাজ করে বেশ জনপ্রিয়তা পান সোনাল। তা সত্ত্বেও বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দেন তিনি। এরপর তামিল ও তেলেগু সিনেমাতে কাজ করেন। মাঝে হিন্দি কয়েকটি সিনেমাতে কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি। সবশেষ চলতি বছরে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার প্রভাসের আদিপুরুষ সিনেমায় মন্দোদরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারে স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন সোনাল। ২০০৫ সালে জিতেছিলেন ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সক্রিয় সোনাল চৌহান। ইন্সটাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৬০ লাখ। সেখানে নিয়মিতই নিজের বিভিন্ন আবেদনময়ী ছবি প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হবে ‘দরদ’। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হবে ভারতের বেনারসে। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, এটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। ভারতের কলকাতার এসকে মুভিজের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা মিলে সিনেমাটি প্রযোজনা করছে। অর্থাৎ এটি ভারতেরই সিনেমা।

সাহসী দৃশ্য নিয়ে আলোচনায় জয়া