ইমরান হাশমির স্ত্রীর বিচ্ছেদের হুমকি, মুখ খুললেন অভিনেতা

বিনোদন ডেস্ক : বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি। ২০০৬ সাল থেকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্য উপভোগ করছেন। তাদের সংসারে এক পুত্র সন্তান রয়েছে। প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন তাদের। বিতর্ক হলেও এতগুলো বছর সুখেই সংসার করছিলেন তারা। কিন্তু হঠাৎই ইমরান জানালেন স্ত্রী নাকি হুমকি দিচ্ছেন বিবাহবিচ্ছেদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার স্ত্রী নাকি প্রায় দিনই বিয়ে ভাঙার হুমকি দেন। কারণটাও নিজেই জানিয়েছেন। ইমরানের কথায়, ‘আসলে পুরো পরিবার থেকে আমার খাদ্যাভাস একেবারে আলাদা। কারণ, আমি শরীর স্বাস্থ্যের জন্যে দু’বছরে একবার খাদ্যাভাসের বদল করি। সেই দু’বছর আমার মধ্যাহ্নভোজ ও নৈশভোজের কোনও নড়চড় হয়নি। সেটা ওর জন্য বিরক্তির বিষয়।’

অমিতাভ থেকে শাহরুখ, শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে কোন বলিউড তারকা?অমিতাভ থেকে শাহরুখ, শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে কোন বলিউড তারকা?

কিন্তু কী এমন খান ইমরান যে, স্ত্রীয়ের গঞ্জনা সহ্য করতে হয় তাকে। ইমরান বলেন, ‘অ্যাভোকার্ডো সালাদের সঙ্গে ছোলা ও লেটুস পাতা। তার পর একটু মুরগির কিমা। কারণ এটা সহজপাচ্য তাই। আর অল্প রাঙা আলু।’

ইমরান জানেন তার এই খাবারের তালিকা ভীষণ গড়পত্তা। তবু অভিনেতাদের শরীর ফিট রাখতে এমন অনেক ত্যাগই করতে হয় বলেও মানেন তিনি।