স্পোর্টস ডেস্ক : বয়স এখনও ১৮ পার হয়নি এন্দ্রিক ফিলিপের। তবে তার আগেই শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিভার জানান দিয়ে ফেলেছেন এই উদীয়মান তারকা। তাতে কপালও খুলেছে, পেয়ে গেছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিওর ‘৯’ নম্বর জার্সিটা। তার ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগো পেয়েছেন আরেক বিখ্যাত ‘১০’ নম্বর জার্সি।
কোপা আমেরিকা দিয়ে এন্দ্রিকের বড় মঞ্চ যাত্রা শুরু হবে। সেখানেও আবার খেলবেন নাম্বার ‘৯’ জার্সিকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া ‘গ্রেট’ রোনালদোর জার্সি পড়ে। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে চার ম্যাচ খেলা এন্দ্রিকের জন্য যা বেশ বড় ব্যাপারই। গত মার্চে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে টানা দুই ম্যাচে গোল করে আলোচনায় আসেন এই তরুণ ফুটবলার।
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ৯ নম্বর জার্সিটা দিয়ে বুঝিয়ে দিলেন, কোপায় এন্দ্রিক হতে যাচ্ছে তার আক্রমণের বড় অস্ত্র। জার্সি নম্বরের কারণে তার প্রতি প্রত্যাশাটাও বেড়ে যাবে সমর্থকদের।
আরেক রিয়াল তারকা রদ্রিগো পরবেন ১০ নম্বর জার্সি। যদিও রদ্রিগো এর আগে বেশ কয়েকবারই ১০ নম্বর জার্সিটা পরেছেন। নেইমার না থাকায় জার্সিটা তাকেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দরিভাল। নেইমার ছাড়াও, পেলে কাকা, কিংবা রোনালদিনহোর মতো কিংবদন্তীরা গায়ে জড়িয়েছিলেন ব্রাজিলের ১০ নম্বর জার্সি।
আর রিয়ালের দুর্দান্ত মৌসুম কাটানো ভিনিসিয়ুস পরবেন ৭ নম্বর জার্সি। রিয়াল মাদ্রিদেও তার জার্সি নম্বর ৭। জাতীয় দলে তিনি এর আগে ১১ ও ১০ নম্বর জার্সিতেও খেলেছেন। তবে কোপা মাতাবেন ৭ নম্বরেই।
২৫ জুন কোস্টারিকার সাথে ম্যাচ দিয়ে ভিনিসিয়ুস, রাদ্রিগোরা শুরু করবেন কোপার মিশন। গ্রপ ‘ডি’ তে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।
এর আগে জুন মেক্সিকো ও ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।