বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রয়েল এনফিল্ড আগামী ২৭ মার্চ ভারতে তাদের নতুন ক্ল্যাসিক ৬৫০ লঞ্চ করতে পারে। সংস্থা এই সময়ে বাইকের মিডিয়া রাইডও আয়োজন করতে চলেছে, যা ভারতীয় রাস্তায় নতুন মডেলের প্রথম রাইডিং অভিজ্ঞতা দেবে। চলুন মোটরসাইকেলটি কী ধরনের বৈশিষ্ট্যের সঙ্গে আসবে দেখে নেওয়া যাক।
রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০
নতুন ক্ল্যাসিক ৬৫০ রয়েল এনফিল্ডের ৬৫০ সিসি প্ল্যাটফর্মে আসা ষষ্ঠ বাইক হতে চলেছে। এর আগে এই সেগমেন্টে সংস্থার ইন্টারসেপ্টোর ৬৫০, কন্টিনেন্টাল জিটি ৬৫০, মেটিয়র ৬৫০, বিয়ার ৬৫০ এবং শটগান ৬৫০ মডেলগুলো রয়েছে। এই বাইক একটি ৬৪৮ সিসি, প্যারালেল-টুইন ইঞ্জিনে ছুটবে। যা ৪৬.৩ বিএইচপি পাওয়ার ও ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনের সঙ্গে ছয় গতির গিয়ারবক্স যুক্ত করা হয়েছে যা স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে।
ডিজাইন ও আধুনিক ফিচার
নতুন রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০-এর ডিজাইনটি ক্ল্যাসিক ৩৫০-এর অনুরূপ হলেও এটি আরও বড়, শক্তিশালী এবং মাঝারি ওজনের একটি প্রিমিয়াম বাইকের মতো দেখতে। বাইকটিতে এলইডি লাইটিং সিস্টেম, ডুয়াল-চ্যানেল এবিএস ও ট্রিপার নেভিগেশন পড দেওয়া হয়েছে যা স্মার্টফোন কানেক্টিভিটি সমর্থন করবে।
সাসপেনশনের ক্ষেত্রে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে ডুয়াল শক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেমে সামনে ও পেছনে উভয় দিকেই সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে যা উন্নত নিরাপত্তা নিশ্চিত করবে। ক্ল্যাসিক ৬৫০ মূলত সিঙ্গেল-সিট সেটআপ সহ আসবে, তবে বোল্ট-অন পিলিয়ন সিটের অপশনও থাকবে।
রয়েল এনফিল্ডের পোর্টফোলিওতে নতুন ক্ল্যাসিক ৬৫০, সুপার মেটিয়র-এর নিচে অবস্থান করবে। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, এর দাম হতে পারে ভারতে ৩.৪০ লাখ রুপি থেকে ৩.৫০ লাখ রুপির মধ্যে ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।