লাইফস্টাইল ডেস্ক : গাড়ি কিংবা মোটরসাইকেলের ইঞ্জিন স্টার্ট করেই অনেকেই সঙ্গে সঙ্গে চালাতে শুরু করেন। অনেকেই বলে থাকেন ইঞ্জিন স্টার্ট করেই সঙ্গে সঙ্গে গাড়ি চালানো উচিত না। গাড়ির হৃদপিণ্ড, মস্তিষ্ক সবই তার ইঞ্জিন। যেখান থেকে পুরো চার চাকাটি নিয়ন্ত্রণ হতে পারে। কিন্তু এই ইঞ্জিন নিয়ে অচেতন বা উদাসীন হন তাহলেই বিপদ। ইঞ্জিন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু যান্ত্রিক জটিলতা থাকায় অনেকেই এড়িয়ে যান। গোটা গাড়ির দায়ভার দিয়ে আসেন মেকানিকের কাছে।
জটিল না হলেও ইঞ্জিন সংক্রান্ত সাধারণ কিছু বিষয়ও খেয়াল রাখা উচিত। না হলে আখেরে ক্ষতি আপনারই। অনেকেই বলে থাকেন ইঞ্জিন স্টার্ট করেই সঙ্গে সঙ্গে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু এ কথা কেন বলা হয় তা জানেন কী? আসলে গাড়ি স্টার্ট করার পর ইঞ্জিনের সমস্ত পার্টসে পর্যাপ্ত অয়েলের দরকার পড়ে যাতে সেগুলোর ফাংশন ঠিক মতো হয়। কিন্তু কেউ যদি স্টার্ট করে সঙ্গে সঙ্গেই গাড়ি চালাতে শুরু করেন সে ক্ষেত্রে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে। কী কী বিষয় জানা দরকার?
অয়েল সার্কুলেশন
গাড়ি স্টার্ট করার পর যদি ইঞ্জিনের সমস্ত প্রান্তে অয়েল না পৌঁছায় তাহলে সেটি সর্বোচ্চ শক্তি তৈরি করতে ব্যর্থ হয়। ইঞ্জিনের পার্টসগুলোতে তেল না থাকার ফলে সেগুলো মধ্যে ঘর্ষণ বেড়ে যায়। এমনকি ইঞ্জিন ক্ষতিও হতে পারে। তাই ইঞ্জিন স্টার্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। গাড়িকে ওয়ার্ম-আপ করতে দিন। তারপর ড্রাইভ শুরু করুন।
কম তাপমাত্রা
গাড়ি স্টার্ট করার আগে পর্যন্ত ইঞ্জিনের তাপমাত্রা কম থাকে। তাই ইঞ্জিন গরম হতে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা যদি কম হয় তাহলে সেটি ভালো মতো কাজ করতে পারবে না। লং ড্রাইভের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই ইঞ্জিন স্টার্ট করার পর কয়েক মিনিট অপেক্ষা করা উচিত।
কতক্ষণ অপেক্ষা করা উচিত?
ইঞ্জিন স্টার্ট করার পর ঠিক কতক্ষণ পর গাড়ি চালাবেন তা নির্ভর করে গাড়িটি কেমন এবং আবহাওয়ার উপর। সাধারণত শীতকালে বা যেখানে ঠান্ডা বেশি সেখানে ইঞ্জিন গরম হতে বেশ খানিকক্ষণ সময় নেয়। আবার গাড়ি যদি পুরনো হয় তাহলেও ইঞ্জিন স্টার্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, ইঞ্জিন স্টার্ট করার পর ২-৩ মিনিট অপেক্ষা করা উচিত। ইঞ্জিনের সমস্ত পার্টসে তেল পৌঁছনোর পাশাপাশি সেটি যাতে গরম থাকে তাও খেয়াল রাখা উচিত। পাশাপাশি ইঞ্জিন স্টার্ট করার পর দ্রুত গতিতে ড্রাইভিং এড়িয়ে চলা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।