ইঞ্জিনিয়ার ২ মিনিটের কাজের বিল চাইলেন ২ লাখ টাকা

ইঞ্জিনিয়ার

জুমবাংলা ডেস্ক : এক জাহাজের ইঞ্জিন চালু হচ্ছিল না। জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ারকে দেখিয়েছেন কিন্তু কেউ তা ঠিক করতে পারেনি। তাই তিনি ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এনেছেন।

ইঞ্জিনিয়ার

তিনি খুব সাবধানে ইঞ্জিন পরিদর্শন করেন, উপর থেকে নিচে কিছুক্ষন দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছােট হাতুড়ি বের করলো তিনি হাতুড়ি দিয়ে আলতাে করে একটা আঘাত করলেন সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল!

৭ দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন দুই লক্ষ টাকা! জাহাজের মালিক বলল, আপনি তাে এখানে তেমন কিছুই করেন নাই৷

এতাে বিল অসলাে কেমনে … ?

তারপর ইঞ্জিনিয়ার বললেন হাতুড়ি দিয়ে বারি মারার বিল ২০০ টাকা কিন্তু কোন জায়গায় মারতে হবে, মানে জায়গা বরাবর মারার জন্য আমার সারা জীবনের শিক্ষা এবং অভিজ্ঞতার মূল্য ১৯৯৮০০ টাকা।

মুখে কী লাগিয়ে কালো থেকে ফর্সা হলেন কাজলকন্যা

শিক্ষা : আপনার অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে পাঁচ মিনিটের কাজ ভেবে পাঁচ টাকায় করবেন না, এতে আপনার ডিমান্ড আপনি নিজে কমাচ্ছেন! অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, সেই পরিশ্রমের মূল্য দিতে শিখুন।