সমালোচনার মুখে পদত্যাগ করলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট

southgate

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টানা দুই ফাইনালে হারের তিক্ত স্বাদ পেয়েছে ইংল্যান্ড। শিরোপার কাছে গিয়েও দলকে চ্যাম্পিয়ন করতে না পারায় সমালোচনার মুখে পড়েন ইংল্যান্ড ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট। এ অবস্থায় পদত্যাগ করেছেন এই ইংলিশ কোচ।

southgate

মঙ্গলবার (১৬ জুলাই) আনুষ্ঠানিক বিবৃতিতে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান সাউথগেট। সেই বিবৃতিতে তিনি বলেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলা এবং দলকে কোচিং করানো আমার জন্য ছিল অনেক বড় সম্মানের।’

ইংল্যান্ডের কোচ হিসেবে আট বছর মেয়াদে সাউথগেটের অধীনে ১০২টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যার মধ্যে রয়েছে চারটি বড় টুর্নামেন্ট। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পাশাপাশি ইংল্যান্ডকে টানা দুবার ইউরোর ফাইনালেও তুলেছেন সাউথগেট।

সমর্থক, সতীর্থ এবং বোর্ডকে ধন্যবাদ জানিয়ে এই ইংলিশ কোচ বলেন, ‘আমাদের দলের সমর্থকরা বিশ্বের সেরা। তাদের সমর্থন আমার কাছে বিশেষ কিছু। আশা করছি, খেলোয়াড়েরা আরও দারুণ সব স্মৃতির জন্ম দিয়ে জাতিকে উদ্দীপ্ত করবে। সবকিছুর জন্য ধন্যবাদ ইংল্যান্ড।’