স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত হাই ভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করে রোহিতের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া। জবাবে রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসের সম্মুখীন ইংলিশরা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ৬২ রান।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করেন জস বাটলার ও ফিল সল্ট। ব্যক্তিগত ২৩ রানে বাটলার ফেরার পর আর কেউই ক্রিজে টিকতে পারছেন না। আক্সার-কূলদীপদের ঘূর্ণিতে ৫ উইকেট হারিয়ে এখন হারের পথে ইংলিশরা।
এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। ব্যাট করতে নেমে ৯ রানেই আউট হন বিশ্বকাপজুড়ে ধুঁকতে থাকা বিরাট কোহলি। রিশাভ পান্টও আজ ৪ রানের বেশি করতে পারেননি।
শুরুতে দুই উইকেট হারালেও রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভালোভাবেই এগোতে থাকে ভারত। মাঝে অষ্টম ওভার শেষে বৃষ্টির বাধায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। বৃষ্টির পর হাত খুলে আক্রমণ শুরু করেন দুই ব্যাটার।
ছক্কা হাঁকিয়ে আসরে নিজের প্রথম অর্ধশতক পূরণ করেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত ৫৩ রানে ফেরেন তিনি। যার মাধ্যমে ভাঙে সূর্যকুমারের সঙ্গে তার ৭৩ রানের জুটি। সঙ্গীকে হারানোর একটু পর ৪৭ রানে সাজঘরে ফেরেন সূর্যও।
পাঁচে নেমে ২৩ রানের ক্যামিও খেলেন হার্দিক পান্ডিয়া। শেষদিকে রবীন্দ্র জাদেজার ১৭ রানের ইনিংসে ভারতের বড় সংগ্রহ নিশ্চিত হয়। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান তিনটি এবং টোপলি, আর্চার, কুরান ও রশিদ প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।