স্পোর্টস ডেস্ক : নবম টি-২০ বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। যেখানে আমেরিকাকে গুঁড়িয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
ব্রিজটাউনের কিংসটন ওভালে আগে ব্যাট করে ১৮.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য তাড়া বিধ্বংসী ব্যাটিং করে ৯.৪ ওভারেই জয়ের বন্দরে নোঙর করেছে ইংলিশরা।
লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জস বাটলার ও ফিল সল্ট। এ দুজনের ব্যাটেই উড়ে গেছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।
আমেরিকান বোলারদের তুলোধুনো করে এ জুটিতে ভর করে জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাটলার ৮৩ ও সল্ট ২৫ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আন্দ্রেস গাউস ও স্টিভেন টেইলর।
ইনিংসের প্রথম ওভারেই সল্টের ক্যাচ বানিয়ে গাউসকে সাজঘরে ফেরান টপলি। ব্যাট হাতে লড়াই জমাতে পারেননি আরেক ওপেনার টেলর। ১৩ বলে ১২ করে ফিরেছেন তিনিও।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মিডল অর্ডাররা ছোট ছোট জুটিতে দলীয় রানের চাকা সচল রাখে। তবে লোয়ার অর্ডার ও টেল এন্ডাররা কিছুই করতে পারেননি। উল্টো হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন ক্রিস জর্ডান।
ইনিংসে ১৯তম ওভারে ৫ বলেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন জর্ডান। এতে ১১৫তে অলআউট হয়ে যায় আমেরিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।