স্পোর্টস ডেস্ক: অফিশিয়ালি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচেই জয়ের দেখা পেলেন অলরাউন্ডার বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে তার দল জয় পেয়েছে ৫ উইকেটে। ম্যাচ শেষ হয়ে গেছে সাড়ে তিন দিনেরও কম সময়ে। আজ চতুর্থ দিনের লাঞ্চের আগেই নাটকীয়তায় ভরা এই টেস্ট জিতে যায় ইংল্যান্ড।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৩২ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসের অবস্থাও সুবিধার ছিল না। তারা অল আউট হয় ১৪১ রানে। ৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসেই ঘুরে যায় ম্যাচের মোড়। ড্যারি মিচেলের ১০৮ আর টম ব্লান্ডেলের ৯৬ রানে দ্বিতীয় ইনিংসে কিউইরা তোলে ২৮৫ রান। এতে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ২৭৭ রানের।
ম্যাচের তখনো দুই দিন বাকি। ইংল্যান্ড কি পারবে ঘুরে দাঁড়াতে―এমন সব জল্পনায় জমে ওঠে লর্ডস টেস্ট। রান তাড়ায় নেমে ঠিকই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলে এতে নেতৃত্ব দেন সাবেক অধিনায়ক জো রুট। বর্তমান অধিনায়ক বেন স্টোকসও খেলেছেন ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। চতুর্থ দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
পরকীয়ায় লিপ্ত ঘর ভাঙলো শাকিরার, অবশেষে আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.