টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

India-England

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় টস করতে দেরি হয়।

India-England

এদিকে ভারী বৃষ্টিতে ভেসে যাওয়ার আশংকা আছে জমজমাট এই লড়াইয়ের। বৃষ্টি বাধায় মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর মাঠে গড়িয়েছে টস।

বৃহস্পতিবার (২৭ জুন) হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ভারত ও ইংল্যান্ড উভয় দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলে।