আন্তর্জাতিক ডেস্ক : কথা বলা ময়নার কথা অনেকেই শুনেছেন। কিন্তু কথা বলা কুকুরের কথা কেউ শুনেছেন কখনও? ইনস্টাগ্রামে ঘুরপাক খাওয়া একটি ভিডিওতে এক কুকুরের ডাক শুনে তেমনই মনে করেছেন অনেকে।
বিভিন্ন সময়ে নানা বিচিত্র জিনিসের ছবি ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। দৈনন্দিন জীবনের নানা ঘটনার ছবি কিংবা ভিডিও তুলে তা সমাজমাধ্যমে প্রকাশ করেন বহু নেটাগরিক। অনেকেই নিজেদের পোষ্যের হরেক রকমের কাণ্ডকারখানার ভিডিওও পোস্ট করেন। তেমনই একটি ভিডিও সম্প্রতি ঘুরপাক খেতে শুরু করেছে ইনস্টাগ্রামে। ভিডিওটি একটি কুকুরের। যিনি ভিডিওটি প্রকাশ করেছেন, তাঁর দাবি, সেই ভিডিওতে যে কুকুরটিকে দেখা যাচ্ছে, সেটি ‘হ্যালো’ বলতে শিখে গিয়েছে।
ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে ‘উইরেটডগস’ নামের একটি পাতায়। পোস্টে লেখা হয়েছে, ভিডিওটি এক ব্যক্তির টিকটক থেকে নেওয়া। শিরোনামে লেখা হয়েছে, “কুকুরটির নাম লরনা। দেখুন কেমন করে আমাদের হ্যালো বলছে।” সারমেয়টির ডাকার ভঙ্গির জন্য তাকে দশের মধ্যে বারো দেওয়া উচিত বলেও মন্তব্য করা হয় ওই পোস্টে।
ভিডিওটিতে প্রথমে দেখা যায় দু’টি কুকুর পাশাপাশি হাঁটছে। তখনই লরনা বলে ডাক দেন মালিক। আর মালিকের ডাকে সাড়া দিয়ে ডেকে ওঠে সাদাকালো রঙের কুকুরটি। সেই ডাকটিই কার্যত ইংরেজি শব্দ ‘হ্যালো’-র মতো শোনাচ্ছে। মালিককে ‘হ্যালো’ বলার পর আহ্লাদে ওই ব্যক্তির গায়েও উঠে পড়ার চেষ্টা করে কুকুরটি।
প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৮ লক্ষ নেটাগরিক দেখে ফেলছেন ভিডিওটি। পছন্দ করেছেন প্রায় ১ লক্ষ মানুষ। অনেকেই বলছেন, কুকুরটি যেন কথা বলতে শিখে গিয়েছে। কেউ আবার প্রশংসা করছেন সারমেয়প্রবরের বুদ্ধিবৃত্তির। তবে ভিডিওটি কোথাকার, তা জানা যায়নি। রইল সেই ভাইরাল ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।