খেলাধুলা ডেস্ক : ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডকে জিতিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। তিনি এখন সিলেটগামী বিমানে। যাত্রা শেষে তারকা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সোমবার ভোর বা সকালে সিলেট বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখান থেকে তিনি চলে যাবেন গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটে।
আজ রবিবার (১৬ মার্চ) ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছেন হামজা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ম্যাচটিতে শেফিল্ডের প্রতিপক্ষ ছিল নগর প্রতিন্দ্বী শেফিল্ড ওয়েডনেসডে। অর্থাৎ এটি ছিল শেফিল্ড ডার্বি। এই ডার্বিতে ওয়েডনেসডকে ১-০ গোলে হারিয়েছে হামজার শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের ৬৪ মিনিটে ইংলিশ স্ট্রাইকার রায়ান ব্রেউস্টার জয়সূচক গোলটি করেন। গোলের পর হামজাসহ শেফিল্ডের খেলোয়াড়দের উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে।
এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ ফুটবলের আলোচিত এই সুপারস্টারের কিছুদিন আগে বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হয়েছে।
আগামী ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই লাল-সবুজের জার্স গায়ে অভিষেক হবে ২৭ বছর বয়সী হামজার। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে এখন তিনি ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে।
ভারত ম্যাচের আগে স্বপরিবারে বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। ডিফেন্সিভ এই মিডফিল্ডারের বাংলাদেশে আগমণ এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগেও বাংলাদেশে এসেছেন হামজা। তবে এবারের আসাটা বিশেষ কিছু। এই প্রথমবার তিনি বাংলাদেশের ফুটবলার হিসেবে লাল-সবুজের দেশে পা রাখছেন। যে কারণে হামজা তথা বাংলাদেশের মানুষ সবার কাছেই মুহূর্তটি স্মরণীয়। হামজার সঙ্গে আসছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা আগেই চলে এসেছেন। তিনি এখন হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটের গ্রামের বাড়িতে সবকিছু তদারকিতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।