লাইফস্টাইল ডেস্ক : ইংরেজিতে বড়ো হাত ও ছোট হাতের অক্ষর আছে। তবে জানেন কি ছোট হাতের a থেকে z এর মধ্যে i ও j এই দুটি অক্ষরের মাথায় কেন বিন্দু থাকে?
আপনাদের জানিয়ে রাখি এই দুটি বিন্দুকে বলা হয় শিরোনাম বা টাইটেল। ল্যাটিন শব্দ ‘Titulus’ নামের শব্দ যার অর্থ শিলালিপি বা শিরোনাম। টিনি + লিটল শব্দ মিলেই তৈরী হয়েছে শিলালিপি। শুধু তাই নয় ১১ শতকে আপনি ল্যাটিন পাণ্ডুলিপিতে পেয়ে যাবেন এই অক্ষরের উল্লেখ। ইংরেজিতে এমন ৫ টি শব্দ আছে যা i ও j র মত লাগে।
h, i, j, k ও l এই পাঁচটি শব্দ দেখতে একই রকম। যে কারণে i ও j কে আলাদা করা হয়। আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পাঁচটি অক্ষরের মধ্যেই একটি সরলরেখা আছে। আর তার মধ্যেই i আর j ছিল একদমই এক। তাই পরে তাদের দুজনের মাথায় বিন্দু ব্যবহার করা শুরু হয়েছিল।
এই সাধারণ তথ্য যে ৯৯% মানুষই জানেন না তা বোঝা যায়। প্রথমে i ও j এর মাথায় যে খুব বড়ো বিন্দু ছিল তবে সময়ের সাথে সাথে তা বদলে একদমই ক্ষুদ্র হয়ে গেছে। অজানা তথ্যটি আপনি জানার সাথে সাথেই সবাইকে জানাবেন আর আরও ভালো তথ্য পেতে আমাদের পেজ নিয়মিত ফলো করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।