পিএসএলে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে রোজা রাখলেন ইংলিশ নারী ক্রিকেটার

ইংলিশ নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ এখন চলছে প্লে অফের লড়াই। যেখানে প্রথম কোয়ালিফায়ারে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে মুলতান সুলতানস। মোহাম্মদ রিজওয়ানের দল ফাইনাল নিশ্চিত করার দিনে রোজা রেখে আলোচনায় এসেছেন তাঁর দলের সহকারী স্পিন বোলিং কোচ ও সাবেক ইংলিশ নারী ক্রিকেটার আলেক্স হার্টলি।

ইংলিশ নারী ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগে প্রথম নারী কোচ হিসেবে মুলতান সুলতানসের কোচিং প্যানেলে যুক্ত হয়েই খবরের শিরোনাম হয়েছিলেন বিশ্বকাপজয়ী এই ইংলিশ ক্রিকেটার। তবে সম্প্রতি পাকিস্তানে রমজানে রোজা রেখে আবারো আলোচনায় এসেছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে রোজা রেখে ইফতারও করেছেন হার্টলি। বিবিসি ফাইভ লাইভ স্পোর্টসের সঙ্গে করা এক পডকাস্টে নিজের অন্যরকম এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাবেক ইংলিশ তারকা।

ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার কেইট ক্রসের সঙ্গে করা পডকাস্টে রোজা রাখার অভিজ্ঞতা সম্পর্কে হার্টলি জানান, আমি তাদের কেমন অনুভব হয় তা জানতেই মূলত রোজা রেখেছিলেন।

পডকাস্টে হার্টলি বলেন, ‘আমার দলের বাকিরা রোজা রাখছে, আমি ভাবছিলাম তারা খেলতে যাওয়ার আগে কীভাবে এটি রাখে, আমি তা আমি বুঝতে চাই। এখানে রাত ৯ টায় খেলা শুরু হয়, তাই আমি জানতে চেয়েছিলাম কীভাবে তারা সারাদিন রোজা রাখে কোন ধরনের পানি বা অন্য কিছু না খেয়ে। তাই আমি তাদের সঙ্গে যোগ( রোজা রাখতে) দেয়। আমরা মাত্র আমাদের রোজা ভেঙেছি ,খেজুর-সালাদ-সামান্য চিকেন খেয়েছি। সবাই নিচে এখন প্রেয়ার (নামাজ) করছে, আমরা একটু পর ডিনার করতে যাবো। আমি এখন পড(পডকাস্ট) করছি, এটি শেষে তাদের সঙ্গে ডিনারে যাবো।’

ইংলিশ নারী ক্রিকেটার আলেক্স হার্টলি
২০১৭ বিশ্বকাপজয়ী ইংলিশ স্পিনার বর্তমানে ক্রিকেটের সঙ্গে আছেন, কখনো কোচ হয়ে বা ধারাভাষ্যকার হয়ে। ছবি: এক্স (টুইটার)

হার্টলি রোজা রাখার আরো একাধিক বিষয়গুলোও ব্যাখ্যা দিয়েছেন। পডকাস্টে এই নারী ক্রিকেটার আরো জানান, ‘আমরা ডিনারের পর ভোর ৪টা পর্যন্ত আমাদের সর্বশেষ মিল খেতে পারবো। তারপর আবার পরদিন সন্ধ্যা ৬:৪০ পর্যন্ত আমরা কিছুই খাবো না, রোজা রাখবো। আমি যতদিন এখানে আছি তাদের সঙ্গে রোজা রাখবো ঠিক করেছি কারণ আমি মনে করি তারা যেহেতু এটি করছে আমারও তাদের সঙ্গে যোগ দেওয়া প্রয়োজন। ফাস্টিং (রোজা) খানিকটা কঠিন, সারাদিন না খেয়ে থাকা। তবে আমি যখন সন্ধ্যায় সবার সঙ্গে খেতে বসি আমার অনেক স্বাচ্ছন্দ্যবোধ হয় এবং শরীরে শক্তি আসে।’

সাবেক ইংলিশ নারী ক্রিকেটার রোজা রাখায় ভক্ত থেকে ধরে ক্রীড়া বিশ্লেষক সকলেই তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন। আগামী ১৮ মার্চ পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে মুলতান সুলতানসের প্রতিপক্ষ হবে পেশোয়ার বনাম ইসলামাবাদের দ্বিতীয় এলিমিনেটরের জয়ী দল।