জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের আকুল মণ্ডলের ৪০ শতাংশ জমির ১০০টি ইন্ডিয়ান (জয়েন্ট) সাগর কলাগাছ রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে তারা এসব গাছ কেটেছে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক আকুল মণ্ডল জানান, বাকচুয়া গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে শাহিন সকালে আমার জমির পাশ দিয়ে কৃষি ক্ষেতে কাজের জন্য যাচ্ছিল। তখন আমার (ইন্ডিয়ান) সাগর কলাগাছ কাটা দেখে আমাকে ফোন করে জানান যে, আপনার কলাগাছ কারা যেন কেটে দিয়েছে। আমি শুনে হতবাক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভায়না ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, হরিণাকুণ্ডুতে অনেক ঘটনাই ঘটেছে। কিন্তু এখন বাকচুয়া গ্রামে যা হচ্ছে- সেটা নজিরবিহীন ঘটনা। বিষয়টি আমি শুনেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান জানান, কলাগাছ কাটার বিষয়ে আমরা শুনার পর দেখে এসেছি। আমার মনে হয় শত্রুতার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।