জুমবাংলা ডেস্ক : ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ভারতীয় ৮ জন ও বাংলাদেশী ৪ জন যাত্রী নিয়ে মোট ১২ জন যাত্রীকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করলো ৩য় আন্ত:দেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস।
দীর্ঘ ৫৭ বছর পর নির্ধারিত সময়ের ২৭ মিনিট পরে ১জুন দুপুর ২টা ১২মিনিটে নীলফামারী ডোমারের চিলাহাটি রেল স্টেশনে প্রবেশ করে অভিষেক যাত্রাবাহী ট্রেনটি। প্রবেশের পর মিতালী এক্সপ্রেসের ভারতীয় চালক ও গার্ডদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ও চীফ ট্রাফিক অফিসার শহিদুল ইসলাম চিলাহাটী রেল ষ্টেশন মাষ্টার রুহুল আমিন প্রমূখ।
এর আগে বুধবার সকালে ভারতের নিউজলপাইগুড়ি রেল ষ্টেশন থেকে ট্রেনটি উদ্বোধন করেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব। মিতালী এক্সপ্রেস ঘিরে চিলাহাটি স্টেশনে ভীর জমায় হাজারও উৎসুক জনতা। ভারত-বাংলাদেশ পতাকা হাতে নিয়ে স্বাগত জানায় স্থানীয় মানুষেরা। সকাল থেকে পুলিশ, রেল পুলিশের করা নিরাপত্তা লক্ষ্য করা গেছে চিলাহাটি রেল স্টেশনে।
এছাড়াও সাধারণ মানুষের ভীর সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্দেশনা দিয়েছিলেন রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় নিউ জলপাইগুড়ি থেকে ১২জন যাত্রী নিয়ে মিতালী এক্সপ্রেস এসেছে জানিয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাপরিচালক অসীম কুমার তালুকদার বলেন, এই ট্রেন চলাচলের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের কয়েকটি রাজ্য সহ নেপাল ভুটানের সাথে যোগাযোগ সহজ হয়ে উঠলো। এ ছাড়াও দীর্ঘদিন পর এই অঞ্চলের মানুষের কাঙ্খিত দাবী পুরন হলো। সকল আনুষ্ঠানিকতা শেষে ২টা ৪২মিনিটে মিতালী এক্সপ্রেস চিলাহাটি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।
প্রসঙ্গত, মিতালী এক্সপ্রেস বাংলাদেশের ঢাকা থেকে ছাড়বে সপ্তাহে দু’দিন সোমবার ও বৃহস্পতিবার এবং ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে রবিবার ও বুধবার। মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সময় দুপুর সকাল ১১টা ৪৫মিনিটে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে। একইভাবে ঢাকা থেকে ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, ভারতে পৌঁছাবে পরের দিন সকাল ৭টা ১৫মিনিটে।
মৃত্যুর আগে পদ্মাসেতু দেখার আবদার ছেলের, ইচ্ছা পূরণ করলেন বাবা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।