বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। রবিবার (২৭ এপ্রিল) আদলত সূত্রে এ খবর জানা যায়।
এদিকে, ইরেশ যাকেরের নামে হত্যা মামলা দায়ের করায় রীতিমতো হতবাক শোবিজ অঙ্গনের তারকারা। বেশ কয়েকজন তারকা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এ ঘটনায়। প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেছেন বাঁধন যেখানে তিনি লিখেছেন, ‘আমি এখন জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে কোনো কিছুর প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে জানাই না।
কিন্তু কখনও কখনও নীরবতাই যেন বিশ্বাসঘাতকতার মতো মনে হয়। ইরেশ যাকের সবসময় সত্যের পাশে ছিলেন। প্রতিটি সংগ্রামের মুহূর্তে তিনি আমাদের, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ৪ আগস্ট, যখন কারফিউ ঘোষণা করা হয়, তখন আমরা একসঙ্গে শাহবাগে ছিলাম।
সমস্ত ঝুঁকি সত্ত্বেও, তিনি (ইরেশ যাকের) নিশ্চিত করেছিলেন যেন আমি নিরাপদে কালসি ফ্লাইওভারে পৌঁছে যেতে পারি। তখন যেকোনো কিছুই ঘটতে পারত।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার সরকারের ক্ষমতার কাছে নতশিকার হননি ইরেশ। এমনটা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘যেদিন ছাত্রদের পাশে দাঁড়িয়েছি সেই রাতে আমাদের ওপর গণভবনে যাওয়ার প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ইরেশ যাকের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
তিনি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন — শিক্ষার্থীদের পাশে থাকার, সত্যের পাশে থাকার, চাপের কাছে নতিস্বীকার না করার সিদ্ধান্ত।’
অভিনেতার বিরুদ্ধে মামলা হওয়ায় হতাশা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘আজ ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তাদের কী পরিণতি হয়েছে। তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো, নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক।’
সবশেষ অভিনেত্রী জানিয়ে দেন, ‘যারা সত্যের জন্য দাঁড়ায়, তাদের সুরক্ষা প্রাপ্য, নিপীড়ন নয়। আমরা ইরেশের পাশে আছি। আমরা সকলের পাশে আছি।’
এ হত্যা মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, ঢাকা সিটির সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার ও আইনজীবীসহ ৪০৮ জনের নামোল্লেখ করা হয়। এ মামলায় অভিনেতা ইরেশ যাকের ১৫৭ নম্বর এজাহারনামীয় আসামি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।