বিনোদন ডেস্ক : এক দশক কাটিয়েও নিজেকে ইন্ডাস্ট্রির ‘বহিরাগত’ ভাবেন এষা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘মাঝেমাঝে মনে হয়, এই ইন্ডাস্ট্রির অন্দরের কেউ হলে ভালো হত। তা হলে এত সমস্যার মুখে পড়তে হত না।’
হাতেগোনা কাজ করেও কী ভাবে চর্চায় থাকা যায়, সে বিদ্যা ভালোই অর্জন করেছেন অভিনেত্রী এষা গুপ্তা। সাজপোষাকের মাধ্যমে আগাগোড়াই তাক লাগান তিনি।
সম্প্রতি একটি ন্যুড শেডের হাই স্লিট গাউনে লেন্সবন্দি হয়েছেন এষা।
জোরালো মেক আপ, সোনালি দুল এষার সাজ সম্পূর্ণ করেছে। নজর কেড়েছে তাঁর ঠোঁটের গাঢ় লিপস্টিক।
শুধু তাই নয়। একটি সাদা পিঠ খোলা গাউনে ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন এষা। অনুরাগীরা মুগ্ধ তাঁকে দেখে।
খোলা চুল, পোশাকের সঙ্গে মানানসই স্টিলেটো। ফ্যাশনের ক্ষেত্রে এষাকে পুরো নম্বর দেওয়াই যায়।
২০১২ সালে তাঁর বলিউডে হাতেখড়ি। ইমরান হাশমির বিপরীতে ‘জন্নত ২’-তে অভিনয় করেছিলেন তিনি
সম্প্রতি ‘আশ্রম ৩’ ওয়েব সিরিজে অভিনয় করেন এষা। প্রশংসিতও হয়েছেন।
নেটমাধ্যমে এষার জনপ্রিয়তা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে ৯০ লাখেরও বেশি ফলোয়ার তাঁর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।