Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রশংসা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল।
ভয়ানক সংকটে পড়া জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানান। খবর ডেইলি সাবাহর।
চুক্তির মাধ্যমে ইউক্রেনের খাদ্য শস্য রফতানির সুযোগ করে দেওয়ার জন্য তুরস্কের ভূয়সী প্রশংসা করেছেন জোসেফ বোরেল।
শুক্রবার এক টুইটবার্তায় জোসেফ বোরেল বলেন, ধন্যবাদ ইস্তানবুল চুক্তি, তুরস্কের মধ্যস্ততার কারণেই ইউক্রেনের খাদ্যশস্য এখন রপ্তানি করা যাচ্ছে।
উল্লেখ্য, খাদ্যশস্য এখন রপ্তানির জন্য গত ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্ততায় ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।