স্পোর্টস ডেস্ক : চলমান ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা মঞ্চের টিকিট পেয়েছে ইংল্যান্ড। ম্যাচটিতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা। এই জয়ে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে পৌঁছালো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।
ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে মুখোমুখি হয় নেদারল্যান্ডস-ইংল্যান্ড। যেখানে ডাচদের ২-১ গোলে হারিয়েছে থ্রি লায়ন্সরা। দলের হয়ে একটি করে গোল করেন হ্যারি কেইন ও ওলি ওয়াটকিনসন। আর ডাচদের হয়ে একটি গোল করে জাভি সিমোন্স।
এর আগে আসরের প্রথম সেমিফাইনালে জমজমাট লড়াইয়ের ম্যাচে ফ্রান্সকে হারায় স্পেন। ম্যাচটিতে ফরাসিদের ২-১ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে পা রাখে উড়ন্ত স্প্যানিশরা।
আগামী ১৫ জুলাই ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ম্যাচটি হবে বার্লিন অলিম্পিক পার্কের অলিম্পিয়াস্তাদিয়নে। আর খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।