আন্তর্জাতিক ডেস্ক : ভয়ঙ্কর অবস্থা ফ্রান্স, স্পেন ও পর্তুগালে। দাবানল সমানে ছড়াচ্ছে। হাজার হাজার হেক্টর জমির বনভূমি পুড়ে ছাই। প্রচুর মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।
জ্বলছে ফ্রান্স
দক্ষিণ ফ্রান্সের বিস্তৃত এলাকা জ্বলছে। দাবানল গ্রাস করছে বনভূমি, ঘরবাড়ি ও মাঠ। বোর্ডো শহর গত ছয় দিন ধরে দাবানলের কবলে। ১৪ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। অনেকে এখানে ছুটি কাটাতে এসেছিলেন।
দাবানলের সাথে লড়াই করছেন তিন হাজার দমকলকর্মী। রাত-দিন তারা আগুন নেভানোর কাজে ব্যস্ত। কিন্তু তারপরেও দাবানলকে বাগে আনা যায়নি। ১৬ হাজারের বেশি মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণশিবিরে।
কেন এই আগুন?
ইউরোপে এবার অস্বাভাবিক গরম পড়েছে। ফ্রান্সে সোমবার তাপমাত্রা আরো বাড়তে পারে। দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আর এই গরম হলো একেবারে শুকনো গরম। তার ফলেই দাবানল ছড়াচ্ছে।
ফ্রান্সে গত মঙ্গলবার থেকে ১১ হাজার হেক্টর বা ২৭ হাজার একরের বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। রোববার বহু এলবাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
স্পেনের অবস্থা
স্পেনে অন্তত ৩০টি জায়গা দাবানলের কবলে পড়েছে। সেই আগুন নেভাতে দমকল বাহিনী চেষ্টা করছে। তাদের সাহায্য করছে সেনাবাহিনী। এর মধ্যে বেশ কিছু জায়গা দুর্গম। ফলে সেখানে আগুন নেভাতে বিপাকে পড়ছেন দমকল কর্মীরা।
স্পেনে স্থানীয় মানুষও আগুন নেভানোর চেষ্টা করছেন। নিজেদের ঘরবাড়ি, বনভূমি বাঁচানোর চেষ্টা করছেন তারা।
পর্তুগালের অবস্থা
পর্তুগালে ১৫ হাজার হেক্টর বনভূমি পুড়িয়ে দিয়েছে দাবানল। দাবানলের আগুনে দুজন মারা গেছেন, ১৬০ জনের বেশি আহত। হাজার হাজার মানুষকে ত্রাণশিবিরে নিয়ে আসা হয়েছে।
ইউরোপের অন্য দেশে
ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, গ্রিসেও দাবানল ছড়িয়েছে। সেখানে দাবানলের মোকাবেলায় সেনা নামানো হয়েছে। উপরের ছবিটি ক্রোয়েশিয়ার।
আবহাওয়া অফিসের দাবি, ইউরোপের দেশগুলোতে তাপমাত্রা আরো বাড়বে এবং তা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। ফলে প্রবল গরম ও দাবানলের মুখে পড়তে হবে ইউরোপের মানুষকে।
সূত্র : ডয়চে ভেলে
https://inews2.zoombangla.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%be/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।