আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়ন অবশ্যই ‘এখনই কিম্বা একটু পরে’ রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ইউরোপিয়ান কাউন্সিল প্রধান চার্লস মিশেল বুধবার ইউরোপিয়ান পার্লামেন্টে এ কথা বলেন।
ইউক্রেনে বেসামরিক হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ এবং ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার সীমাহীন নির্মমতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করার পর তিনি রাশিয়ার প্রধান রফতানি পণ্যের ওপর ব্যবস্থা নেয়ার আহবান জানান।
সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।