জুমবাংলা ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকদের পাওনা টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ১৪ গ্রাহক পেমেন্ট গেটওয়ে আটকে এক লাখ ৪৫ হাজার ৬৬৭ টাকা ফেরত পেয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি থেকে এ রিফান্ড কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও টাকা রিফান্ড করা হবে বলে জানা গেছে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে উপসচিব মুহাম্মদ সাঈদ আলী এ তথ্য জানান।
জানা গেছে, বিকাশ, নগদ ও এসএসএল-এ আটকে থাকা টাকাগুলো ধাপে ধাপে গ্রাহকদের রিফান্ড করা হবে। নগদে ইভ্যালির ১৭ কোটি ৬৯ লাখ টাকা আটকে আছে। বিকাশে আছে ৪ কোটি ৯১ লাখ টাকা ও এসএসএল-এ আছে ৩ কোটি ৪০ লাখ টাকা।
উপসচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, প্রথম ধাপে এসএসএলের মাধ্যমে কিছু টাকা গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। আজ-কালকের মধ্যে নগদে আটকে থাকা দেড় কোটি টাকার একটি পেমেন্ট রিফান্ড করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ এবং গ্রাহকের তালিকা চেয়ে ইভ্যালিকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিসেবে, ইভ্যালির কাছে প্রায় সাড়ে পাঁচশ কোটি টাকা পায় গ্রাহক, মার্চেন্ট ও অন্যান্য সংস্থা।
২০২১ সালের সেপ্টেম্বরে অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। তবে রাসেল এখনও কারাগারে থাকলেও জামিন পেয়ে বের হয়ে আসেন তার স্ত্রী শামীমা নাসরিন। তিনি পুনরায় কোম্পানির চেয়ারম্যান পদে আসীন হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।