বিনোদন ডেস্ক : নতুন বছরের শুরুতেই একের পর এক দারুণ খুশির খবর আসছে বলিউড। এর আগে শোনা গিয়েছে ফেব্রুয়ারি মাসেই সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের সানাই বাজবে। সেই সঙ্গে বলিউডে গুঞ্জন, ক্যাটরিনা কাইফ নাকি মা হতে চলেছেন। এবার মা হওয়ার শুভ সংবাদে সিলমোহর দিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী। দ্বিতীয়বার মা হতে চলেছেন রণবীর কাপুরের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত অভিনেত্রী ইভলিন শর্মা।
২০২১ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন ইভলিন। এই বছরই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে মা হওয়ার এই সুখবর শুনিয়েছেন অভিনেত্রী। বেবি বাম্প নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থার ছবি পোস্ট করে তিনি এই সুখবর শুনিয়েছেন। সম্প্রতি ইবলিং ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন। এই দুটি ছবিতেই স্পষ্ট ধরা পড়েছে তার বেবি বাম্প।
এই পোষ্টের ক্যাপশনে অভিনেত্রী তার হবু সন্তানের উদ্দেশ্যে লিখেছেন, “তোমাকে দুহাতে ধরার জন্য অপেক্ষা করতে পারছি না। দ্বিতীয় সন্তান আসার পথে।” ইভলিনের থেকে এই সুখবর পেয়ে সোশ্যাল মিডিয়াতে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সেই সঙ্গে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলিউডের অনেক তারকা। নেয়া ধুপিয়া থেকে শুরু করে নীল নীতিন মুকেশও তাকে অভিনন্দন জানিয়েছেন।
২০২১ সালের কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বলিউডের এই নায়িকা। তার মেয়ের নাম আভা। প্রথম সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, “আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় এখন আমি।” ২০২১ সালের মে মাসে প্রেমিক তুষার ভিন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের এই অভিনেত্রী। তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
তুষারের সঙ্গে বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন ইভলিন। তিনি বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে “ইয়ে জওয়ানি হে দিওয়ানি” বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া তাকে ‘ইয়ারিয়া’ ছবিতেও দেখা গিয়েছিল।
উল্লেখ্য, ইভলিন প্রথম সন্তান জন্মের পর কন্যাকে স্তন্যপান করানোর ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। তার এই সাহসিকতা দেখে সোশ্যাল মিডিয়াতে তার প্রশংসা করেছিলেন অনেকেই। তবে সেই সঙ্গে সমালোচনাও শুনতে হয়েছিল তাকে। তবে সেসব গায়ে মাখেননি অভিনেত্রী। এখন তবু সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে পোষ্টের ক্যাপশনে তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘বেবি ভিন্দি’,’বেবি নম্বর ২’, ‘আরও একটা’-র মত শব্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।