বিনোদন ডেস্ক : সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্কের কথা কারও অজানা নয়। শোনা যায় ভাইজানের বদমেজাজের কারণেই বিচ্ছেদের পথে হাঁটেন রাই সুন্দরী। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সালমানের পাশে ছিলেন ঐশ্বরিয়া।
২০১৬ সালে সালমানকে ভারতের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। তবে তার নাম উঠতেই সমালোচনা শুরু হয়। সেসময় বলিউডের অনেকে পাশে দাঁড়ান ভাইজানের। অ্যাশও ছিলেন সে দলে।
বলেছিলেন, “যিনি শিল্প, সংস্কৃতি, বিনোদন বা খেলাধুলোর মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনিই এই বিশেষ পদে আসীন হতে পারেন। কেবল প্রকৃত ব্যক্তিকে চিনে নিতে হবে।”
এদিকে ২০২৪ ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। বেশি জ্বালিয়েছে বিচ্ছেদ গুঞ্জন। এখনও লেগে আছে। স্বামীর পদবি মুছে দেওয়াসহ নানান ঘটনাকে নেটিজেনরা অভিষেকের সঙ্গে তার বিচ্ছেদের আলামত হিসেবে ধরে নিচ্ছেন। প্রাক্তনের পাশে দাঁড়িয়ে কি ২০১৬ সালের প্রতিদান দেবেন সালমান? অনেকের মনে প্রশ্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।