বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পেয়েছে রোশান ও বুবলী অভিনীত ছবি ‘রিভেঞ্জ’। অল্প কয়েকটি সিঙ্গেল স্ক্রিনে চললেও এমডি ইকবালের পরিচালনায় এ ছবিটি সপ্তাহ শেষ হওয়ার আগেই সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হয়। সেইসঙ্গে সিঙ্গেল স্ক্রিনেও এ ছবির ফলাফল খুব একটা সন্তুষজনক নয়!
তবু মুক্তির দিন থেকেই ‘রিভেঞ্জ’ এর প্রচারণায় একাই ছুটতে দেখা গেছে এমডি ইকবালকে। সঙ্গে দেখা যায়নি ছবির দুই প্রধান চিত্রতারকা রোশান ও বুবলীকে! আর এ কারণেই নিজের নির্মিতব্য ছবি ‘বিট্রে’-তে রোশান-বুবলীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই পরিচালক!
ইকবাল বলেন, দর্শক রোশান-বুবলীকে জুটি হিসেবে পছন্দ করেনি। আর তাই ৪০ শতাংশ শেষ হওয়া ‘বিট্রে’ ছবি থেকে এই দুজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তাছাড়া ‘রিভেঞ্জ’ সিনেমার প্রচারে তাদের ভূমিকা নিয়ে আমি সন্তুষ্ট নই, এটা সত্য। তাদের নিজেদের কি কোনো দায়িত্ব নেই? বাংলাদেশের মানুষ তো নায়ক-নায়িকাদের চেনে। পরিচালক ও প্রযোজকদের কয়জন চেনে? তাদের (নায়ক-নায়িকা) সিনেমা তো তাদেরই প্রমোট করতে হবে। আমার দায়িত্ব একটি পরিপূর্ণ সিনেমা নির্মাণ করে মুক্তি দেওয়া। সেটা আমি করেছি। প্রচারের দায়িত্ব তো তাদেরও।
ইকবাল বলেন, একজন নির্মাতা অনেক কষ্ট করে ছবি তৈরি করেন। প্রযোজক যে টাকাটা লগ্নি করেন সেটাও অনেক কষ্টে উপার্জন করা। তাই ভেবেচিন্তে খরচ করতে হবে। আমি রোশান ও বুবলীকে নিয়ে যে বাজি ধরেছিলাম, সে বাজিতে হেরেছি। এখন আর ভুল করতে চাই না। ৪০ শতাংশ শুটিং হয়েছে মানে বাজেটের ৪০ শতাংশ খরচ হয়ে গেছে। এখনো ৬০ শতাংশ আছে। আমি চাই, এই ৬০ শতাংশ টাকা যেন অপচয় না হয়। তাই নতুন কোনো জুটিকে নিয়ে ছবিটি করতে চাই।
এই বিষয়ে রোশানের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমার কানে এসেছে। ইকবাল ভাই এই সিদ্ধান্ত নিলে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমিও তার ছবি করতে আগ্রহ হারিয়ে ফেলেছি। এর বেশি কিছু বলার নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।