স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয়ই পেয়েছে আসরের অন্যতম ফেবারিট ভারত। তবে এই জয়ের পরও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকানো হয়নি রোহিত শর্মার দলের।
রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে ভারতীয় ব্যাটারদের রীতিমত ঘাম ঝরাতে হয়েছে। লো-স্কোরিং এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৪১ দশমিক ২ ওভার খেলেছে ভারত। এতে ৫২ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পেয়েছে রোহিত শর্মারা।
তবে জয় পেলেও খুব বেশি রানরেট বাড়েনি ভারতের। ০ দশমিক ৮৮৩ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা। আর চারে আছে লাল-সবুজেরা। আফগানিস্তানের সঙ্গে স্বস্তির জয়ের পর তিনে উঠে এলেও লঙ্কানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার জয়ের সুবাদে টাইগারদের নামতে হয়েছে চতুর্থ স্থানে।
এদিকে ২ দশমিক ১৪৯ রানরেটে তালিকায় রাজত্ব করছে নিউজিল্যান্ড। এরপরেই আছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশ। আর পাঁচে ভারত।
অন্যদিকে সমান একটি করে ম্যাচে পরাজয়ে তালিকার ছয় থেকে দশে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড।
রবিন রাউন্ড পদ্ধতিতে এই বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে। সোমবার (৯ অক্টোবর) কিউই ও ডাচদের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিতীয় রাউন্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।