৮১ বছর বয়সেও মেকআপের জন্য ৬ ঘণ্টা বসেছিলেন অমিতাভ!

অমিতাভ

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঝড় তুলছে নাগ আশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি। ইতমধ্যেই বক্স অফিসে ছয়’শ কোটি টাকা পার করেছে এই ছবিটি। তবে বক্স অফিসের অঙ্কের বাইরেও, কল্কির আসল ম্যাজিক কিন্তু বিগবি। ৮১ বছর বয়সেও, অমিতাভ বচ্চন পর্দায় এসে এমন হইচই ফেলে দিয়েছেন।

অমিতাভ

বলা বাহল্য, অশ্বত্থামা লুকে একেবারে তাক লাগিয়েছেন অমিতাভ। এই মেকআপ নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অমিতাভকে। প্রায় ৬ ঘণ্টার বেশি সময় একটানা বসে থেকে নাকি এই মেকআপ সেরেছেন অমিতাভ।

সম্প্রতি অমিতাভের ছবি শেয়ার করে মেকআপ আর্টিস্ট করণদীপ সিং লিখলেন, ‘কল্কির পুরো টিমকে শুভেচ্ছা। বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে এই ছবি। তা দেখে বোঝা যাচ্ছে, কল্কি গোটা বিশ্বে রেকর্ড করবে। আর রেকর্ডের নেপথ্যে রয়েছে অমিতাভের অশ্বত্থামা লুক। প্রায় ১০ ঘণ্টা ধরে এই মেকআপ চলেছে। এত বড়মাপের স্টার হয়েও, এতক্ষণ ধরে বসে মেকআপ করেছেন তিনি, তা অনুপ্রেরণা জোগায়।

বিয়ের জন্য বিবাহিত পাত্র খুঁজছেন প্রিয়া পাল

তেলেগু, তামিল, মালায়লাম, কন্নড়, হিন্দি এবং ইংরেজি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পায়। অমিতাভ বচ্চন, প্রভাস ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বতা চ্যাটার্জি এবং শোভনা।