চারটা বোকা কথা বললেও ১৪টা ভালো কথা বলি: আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : বিভিন্ন কারণে বহুবার ট্রলের শিকার হয়েছেন আলিয়া ভাট। কখনও বা কাজের সূত্রে আবার কখনও বা মন্তব্যের কারণে। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এসব নিয়ে কথা বলেছেন এই বলিউড নায়িকা।

ট্রল কীভাবে সামলান, এমন প্রশ্নে আলিয়ার উত্তর, ‘এরকম তো হতে পারে না, যে কারও উপর প্রভাব পড়ে না। আমিও এর থেকে ব্যতিক্রম নই। আমি ক্রমশ আরও বেশি প্রাইভেট হয়ে গেছি। কাউকে এসবের জন্য দোষ দিইনি। আমার জীবনে এমন কখনও হয়নি, যখন আমি কাউকে মুখের উপর বলেছি, ‘এই কথাটা তুমি ঠিক বলোনি’। বরং নিজেকেই গুটিয়ে নিয়েছি।’

অভিনেত্রী আরও বলেছেন, ‘৪টা বোকা কথা বললেও ১৪টা ভালো কথা বলি। কিন্তু নেগেটিভিটি দ্রুত ছড়িয়ে পড়ে হয়তো। সেই কারণে সেগুলি নিয়ে বেশি আলোচনা হয়। আমি কখনও বলতে পারি না, আমার সম্পর্কে এটা বলো না বা আমার সম্পর্কে এটা বলো। কিন্তু আমি কাউকে সেসব কথার উত্তরেও কিছু বলি না। আমি মনে করি, যতক্ষণ আমি আমার কাজের মাধ্যমে আনন্দ দিতে পারছি, যতক্ষণ আমার সিনেমা ভালো চলছে— ততক্ষণ আমার আর আলাদা করে কিছু বলার নেই।’