জুমবাংলা ডেস্ক : তিন মাসের অগ্রিম বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হতে হচ্ছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টার পর থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন।
শ্রমিকদের অবরোধের বিষয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, গার্মেন্টস শ্রমিকরা আজও শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধের প্রভাব আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পড়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
এর আগে, বুধবার (৪ অক্টোবর) একই দাবিতে সকাল ৯টায় রাস্তা অবরোধে নামেন গার্মেন্টস শ্রমিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।